Kolkata: হেলে পড়া ফ্ল্যাট, পাশে ক্রেতা সুরক্ষা দফতর

জেলা রাজ্য

নিউজপোল,ব্যুরো: এবার হেলে পড়া ফ্ল্যাটবাড়ির আবাসিকদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার উদ্যোগ নেবে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর। অন্যান্য ক্রেতাদের প্রতারণার ক্ষেত্রে যেভাবে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়া হয় এক্ষেত্রেও তেমনই উদ্যোগ নেওয়া হবে। সম্প্রতি কলকাতায় (Kolkata) একাধিক ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। বিশেষ করে দক্ষিণ কলকাতার (Kolkata) বাঘাযতীনে চারতলা ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার পর বিষয়টি সকলের নজরে আসে। তারপরেই একের পর এক বাড়ি হেলার ঘটনা। তাঁরা তাঁদের উপার্জিত অর্থ দিয়ে ফ্ল্যাট কিনে ঠকে গিয়েছেন এবং তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার তাঁদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছেন।

https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র জানান, ক্রেতারা যদি প্রতারণার অভিযোগ দায়ের করেন তবে তাঁদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে। যেভাবে অন্যান্য ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হয়, ঠিক তেমনই হেলে পড়া ফ্ল্যাট বাসিন্দাদের ক্ষতিপূরণ প্রদান করা হবে। এছাড়াও মন্ত্রী জানান, অনলাইন কেনাকাটাতেও প্রতারিত হওয়া গ্রাহকদের ক্রেতা সুরক্ষা দফতর সাহায্য করবে। যে কোনো সমস্যায় ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ জানিয়ে মানুষ যাতে এক বছরের মধ্যেই ন্যায়বিচার পান তার জন্যই পদক্ষেপ করা হচ্ছে।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

উল্লেখ্য, বাঘাযতীন, এন্টালি, তপসিয়া সহ শহরের একাধিক এলাকায় বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটে। কলকাতা শহরে এরকম হেলে পড়া বাড়ির সংখ্যা খুব কম নয়। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে পুরসভার আইন অমান্য করে বহুতল নির্মাণ হয়েছে। পুরসভা থেকে যে প্লান পাস করা হয়েছে তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অতিরিক্ত তলা নির্মাণ হয়েছে। তার পরিণতিতে বিপর্যয় ঘটেছে অনেক ক্ষেত্রে। এর খেসারত দিতে হয়েছে যারা ফ্ল্যাট কিনেছেন তাদের। এবার এইসব প্রতারিতদের পাশে দাঁড়াচ্ছে ক্রেতা সুরক্ষা দফতর। প্রয়োজনে তারা যাতে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ পান সেই উদ্যোগ নেবে সংশ্লিষ্ট দফতর।

https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

গত দু’দশক ধরেই গোটা দেশে নগরায়নের গতি বেড়েছে দ্রুত লয়ে। গ্রাম প্রধান  দেশের জিডিপি’র দুই তৃতীয়াংশ এখন আসছে দেশের শহর অঞ্চল থেকেই। ফলে মানুষের উন্নত  আয়ের সার্চ ইঞ্জিন হয়ে উঠেছে শহর। কিন্তু  কেবল উন্নত আয় নয় তার সাথে উন্নত শিক্ষা,স্বাস্থ্য, আবাসন, পরিবহণ, ব্যবসা, বাণিজ্য  এবং আনুষঙ্গিক পরিষেবার টানেই ভিড় বাড়ছে শহরে।