নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ মঙ্গলবার রাত ৮টা ৩৯ মিনিটে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে, তাঁকে নিয়ে যায় জেল কতৃপক্ষ। গত ২০ জানুয়ারি শ্বাসকষ্ট হওয়ায় জেল থেকে রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) এসএকেএম-এ ভর্তি করা হয়। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএমের কার্ডিওলজির আই সি সি ইউতে স্থানান্তরিত করা হয়।
https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
সূত্রের খবর, মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত মঙ্গলবারই আদালত নির্দেশ দেন পার্থ চট্টোপাধ্যায় তাঁর নিজস্ব খরচে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন।
রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থা এখনও পর্যন্ত আশঙ্কাজনক। শ্বাসকষ্টের পাশাপাশি তাঁর সোডিয়াম, পটাশিয়াম,হিমোগ্লোবিন,ইউরিন ক্রিয়েটিনের মতো বেশকিছু সমস্যা রয়েছে একনও পর্যন্ত।
https://www.facebook.com/share/p/1A1wpHjhAu/
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে তাঁকে এসএসকেএম হাসপাতাস থেকে কলকাতার বাইপাস স়ংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে আদালত তাঁকে নিজস্ব খরচায় বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি দেন। গতকাল রাতেই তাকে এসএসকেএম হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে জেল কতৃপক্ষ। তবে বর্তমানে তাং অবস্থা আশঙ্কাজনক হলেও কিছুটা স্থিতিশীল আছে বলেই ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর।
https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে জেলবন্দি অবস্থায় পার্থ চট্টোপাধ্যায় বেশ কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, তবে তার শারীরিক অবস্থার অবনতি বিশেষভাবে ঘটে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের পর। বর্তমানে, আদালত পার্থের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি দিলেও তার জামিনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।