নিজস্ব প্রতিনিধি, হুগলি:- হুগলি (Hooghly) জেলার চন্দননগরের ২৩ নম্বর ওয়ার্ডের মাখনলাল সরণী এলাকার বাসিন্দা মধুসূদন বঙ্গ একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। সূত্রের খবর, বুধবার ভোরে মধুসূদন বঙ্গ বাড়ি থেকে তাঁর সাইকেল নিয়ে বেড়িয়েছিলেন কলকাতায় থাকা তাঁর কিছু আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে। তিনি যখন হুগলির (Hooghly) মানকুণ্ডু স্টেশনের দিকে যাচ্ছিলেন, তখন চন্দননগরের তেমাথার মন্দিরের কাছে একটি চারচাকা গাড়ি পিছন থেকে এসে তাঁকে সজোরে ধাক্কা মারে।
https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
স্থানীয়দের দাবি, গাড়ি চালক সম্ভবত অপ্রস্তুত অবস্থায় ছিলেন, যার ফলে গাড়িটি বাঁদিকে ডানদিকে ঘুরছিল। এরপর বিকট শব্দের সঙ্গে সাইকেলসহ মধুসূদন গাড়ির তলায় চলে যান। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, গাড়িটি মধুসূদনকে সজোরে ধাক্কা মেরে তাঁর দেহের উপর দিয়ে চলে যায় এবং তাঁকে বেশ কিছুটা রাস্তা টেনে নিয়ে যায়। এই ঘটনায় মধুসূদন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
চন্দননগর থানার পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি ও চালকের সন্ধান চালাচ্ছে। মধুসূদনের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়েছে। পরিবার ও প্রতিবেশীরা দাবি করেছেন, গাড়ির চালককে শাস্তির আওতায় এনে ন্যায্য বিচার নিশ্চিত করার জন্য পুলিশ পদক্ষেপ করুক।
https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
মৃত মধুসূদন বাবুর পরিবার ও প্রতিবেশীদের দাবি, যখন দুর্ঘটনা ঘটল, গাড়ি তখনই থামিয়ে দিলে হয়ত বৃদ্ধের মৃত্যু হত না। হয়ত কোনও কুকর্ম করে পালাচ্ছিল। গাড়ির চালক মদ্যপ ছিল। নাহলে এমন অমানবিক কাণ্ড ঘটানো সম্ভব নয়। পুলিশও মনে করছে গাড়ির চালক মদ্যপ ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে হাতে আসা সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বর পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে শহরে ঢোকা বেরোনোর বা গাড়ি চলাচলের সমস্ত রাস্তাতেই সিসি ক্যামেরা রয়েছে। সমস্ত ছবি সংগ্রহ করা হচ্ছে। দ্রুত ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা হবে। একইসঙ্গে অভিযুক্ত চালককেও ধরে ফেলা সম্ভব হবে।