Uttar Pradesh: যোগী রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ?

দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: যোগীর পদত্যাগের দাবি করবেন না এবার বিরোধীদলের বড় বড় নেতারা? যোগীর রাজ্য সরকারের (Uttar Pradesh) নিরাপত্তা নিয়ে কেন ধর্না বিক্ষোভ শুরু হয়নি সকাল থেকে? পশ্চিমবঙ্গের কিছু কিছু টিভি চ্যানেল গুলোয় কেন বড় বড় ব্রেকিং দেখানো হচ্ছে না যোগীর রাজ্যের এই মৃত্যুকে ঘিরে?

https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

বড় বড় অ্যাংকাররা তো আর বসে যোগীর রাজ্যের (Uttar Pradesh) নিন্দা করছে না। বাংলায় একটা মশা মরলেও বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে বড় বড় বিরোধী নেতারা রাস্তায় নামে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইতো।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

পশ্চিমবঙ্গে প্রতি বছরই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের সহযোগিতায় কুম্ভ মেলা হয়। খুব সুন্দরভাবে সেই কুম্ভ মেলাটি পরিচালনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাংলার পুলিশ প্রশাসন তাতে কোনরকম ভাবেই কোন সমস্যায় হয় না। কিন্তু যোগী রাজ্যের মহাকুম্ভ স্নানে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু ঘটেছে ইতিমধ্যেই দশ জনেরও বেশি মৃতের সংখ্যা বাড়ানো সম্ভাবনা রয়েছে এখন তাহলে কেন জগীর পদত্যাগ চাইবেন না? কেন ধর্না কর্মসূচি শুরু হচ্ছে না এখনো?
তাই বলবো পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সুবুদ্ধি গ্রহণ করেই তবে নিজের রাজ্যে বাংলার কালচার কে নকল করবেন। আর না হলে আরও বড় বড় বিপদে পড়বেন।

যাদের এরইমধ্যেই মৃত্যু ঘটেছে তাদের সকলের আত্মার শান্তি কামনা করি এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। এবার রইল বাকি অনেক জ্ঞানীগুণী মানুষ আসবেন আমার কমেন্ট বক্সে একটু করে জ্ঞান দিয়ে ফুড়ুৎ করে উড়ে যাবেন।