নিউজ পোল ব্যুরো: ঘন কুয়াশার চাদরে ঢেকেছে শৈলরানি দার্জিলিং (Darjeeling) । হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু শৈলরানি। তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৪ ডিগ্রিতে। রাস্তার ধারে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে মানুষ। দোকানপাটও বন্ধ। তবে পর্যটকদের মনে ভরপুর খুশি। বেশিরভাগ পর্যটকরাই অপেক্ষায় থাকে তুষারপাতের। সেই সাধ পূরণ হল এবার। দার্জিলিংয়ের (Darjeeling) এই তীব্র শীত এবং কুয়াশা প্রকৃতির এক অনন্য রূপ তুলে ধরেছে।
https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
গত চারদিন ধরেই দার্জিলিংয়ে শীতের পারদ বাড়ছে এবং পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশাও। তবে ঠান্ডা ও কুয়াশা মিলে শৈলরানিকে এক ভিন্ন দৃশ্যে পরিণত করেছে। এছাড়া শহরের অন্যান্য জায়গায় বিশেষত সান্দাকফু এবং টাইগার হিলের শীতের পরিস্থিতি আরও কঠিন। সেসব জায়গায় শীতের পারদ শহরের তুলনায় অনেক কম এবং টাইগার হিলের শীতের পরিস্থিতি দার্জিলিং শহরের চেয়েও বেশি তীব্র। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সান্দাকফুতে তুষারপাতের সম্ভবনা রয়েছে ফলে তাপমাত্রা আরও কমার সম্ভবনা রয়েছে। তবে একদিকে যেমন পর্যটকদের আনন্দ অন্যদিকে সেখানকার স্থানীয় মানুষদের জন্য কাজকর্ম কঠিন হয়ে পড়েছে।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
জানুয়ারির শেষে এসেও চেনা শীতের দেখা মিলল না। জাঁকিয়ে শীতের স্বপ্ন সেই কবেই প্রত্যেকবারের মতো আলমারি থেকে নামানো শীতের জামকাপড়ের আবার তাকে তুলেছে বাঙালি। তবে তাও আশা ছিল সরস্বতী পুজো অবধি অন্তত শীতের আমেজটা থাকবে। কিন্তু সেগুড়েও বালি। যতদিন দিন যাচ্ছে ততই পারদ চড়ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেড়েছে তাপমাত্রার পারদ। বুধবারই একলাফে অনেকটাই বেড়েছে শহর কলকাতার তাপমাত্রা। যার ফলে সকাল থেকেই মেঘলা আকাশ। মাঝে মধ্যে রোদের দেখা মিলেছে। কিন্তু বেলা গড়াতেই বেশ গরম লাগতে শুরু করেছে।