নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের বিরোধিতা করে জনস্বার্থ মামলা খারিজ কলকাতা হাই কোর্টের। রাজ্যের স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের বিরোধিতা করে মামলা দায়ের করেন ডাঃ কুণাল সাহা। তাঁর দাবি নির্বাচনের ফায়দা তোলার উদ্দ্যেশে এই প্রকল্প চালু করেছে তৃণমূল। এই প্রকল্পের বাস্তবে কোন যৌক্তিকতা নেই।
https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
প্রধান বিচারপতির পর্যবেক্ষণ:- যেহেতু স্বাস্থ্যসাথী প্রকল্প সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত সরকারের নির্দিষ্ট পলিসি মেনে এই প্রকল্প চালু করা হয়েছে তাই আদালত এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না।
মামলাকারী: আমরা দেখতে পাই ২০২১ সালে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে রাজ্য সরকার।
বিচারপতি: এটা সরকারের প্রকল্প। এখানে আমরা কিছু করতে পারি না। আপনি আইনটা ভালো করেই বোঝেন।
মামলাকারী: আমি এর বিরুদ্ধে মামলা করতে চাই কারণ এটি অসাংবিধানিক।
বিচারপতি: আপনার মতে কেন এই স্কিম অসাংবিধানিক?
মামলাকারী: সরকারের তরফে জানানো হয়েছিল ৫ লক্ষ টাকার মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে প্রতিবছর প্রতি পরিবার পিছু। এটা আর্টিকেল 14 এর ভায়োলেশন। আর্টিকেল 14 অনুযায়ী, প্রত্যেক নাগরিক ৫ লক্ষ টাকার মেডিক্যাল কোর্ট কোনও সরকারি প্রকল্পে হস্তক্ষেপ করতে পারে না। এগুলো সবই নাগরিকদের সহায়ক স্কিম। কারণ, পরবর্তী কোনও সরকার এসে হয়তো অন্য কোনো স্কিম তৈরি করতে পারে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেন। তার কিছুদিন পর থেকেই এই প্রকল্পের আওতায় আনা হয় পশ্চিমবঙ্গের মানুষকে। কিন্তু অভিযোগ উঠতে থাকে এই কার্ড নিয়ে কোন পরিষেবা পাওয়া যাচ্ছে না। তারপর কলকাতা হাই কোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেন ডাক্তার কুণাল সাহা। সেই মামলা বৃহস্পতিবার খারিজ করল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।