নিউজ পোল স্পোর্টস ব্যুরো : বিশ্ব স্কেটিং ইতিহাসে এক চিরকালীন স্মৃতিরূপে থাকবে ১৯৯০ দশকের রাশিয়ান স্কেটিং জুটি, যাঁরা একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে, এই দম্পতি আজ বৃহস্পতিবার মাঝ আকাশে মুখোমুখি বিমান সংঘর্ষে প্রাণ হারিয়েছেন (Deaths)। ঘটনাটি ঘটেছে একটি মার্কিন প্লেনের দুর্ঘটনায়, যেখানে তাঁদের সঙ্গে ছিলেন আরও কয়েকজন যাত্রী। সূত্রের খবর, ওয়াশিংটনের কাছে রোনাল্ডো রেগান জাতীয় বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রায় সবাই নিহত হন (Deaths) ।
https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
রাশিয়ান স্কেটিং দম্পতিরা তাঁদের অসাধারণ কৃতিত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। তাঁরা বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিকবার সোনা জিতেছিলেন এবং আন্তর্জাতিক স্কেটিং প্রতিযোগিতায় বহু দেশের নামকরা স্কেটারদেরকে হারিয়ে শিরোপা অর্জন করেছিলেন। তাঁদের স্কেটিং খেলা সবসময় প্রশংসিত হয়েছে, এবং স্কেটিং দুনিয়ায়তাঁরা এক মাইলফলক স্থাপন করেছিলেন।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
তবে দুর্ভাগ্যক্রমে, তাঁদের শেষ যাত্রা সড়ক বা আকাশে নয়, বরং একটি ভয়াবহ দুর্ঘটনায় শেষ হয়ে গেল। মার্কিন বিমানটি দুর্ঘটনার সম্মুখীন হলে ওই দম্পত্তিসহ বেশ কয়েকজন যাত্রী নিহত হন। স্কেটিং দুনিয়ার জন্য এটি একটি বড় ধাক্কা। এই খবরে বিশ্বের সমস্ত স্কেটিং প্রেমী এবং তাঁদের অনুরাগীরা শোকাহত। অবশ্যই, তাঁদের স্মৃতি ও কাজ সবসময় চিরকাল অম্লান থাকবে, এবং তাঁদের অবদান অনস্বীকার্য। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবার, বন্ধু এবং সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।
https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
অপরদিকে ২০১৬ সালের ঘটনা। ব্রাজিলের ক্লাব শাপোকোয়েন্সের ফুটবল টিম, কোচ-সাপোর্ট স্টাফ, সঙ্গে ২১ জন সাংবাদিক সওয়ার হয়েছিলেন বিমানে। সেই বিমান কলম্বিয়ার মাটিতে ভেঙে পড়ে। সেই ভয়াবহ দুর্ঘটনায় ৭৭ জনের মৃত্যু হয়েছিল।