নিউজ পোল ব্যুরোঃ- শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে সংসদে বাজেটের (Budget 2025 )সূচনা করবেন। বাজেট (Budget 2025) অধিবেশনে ওয়াকফ বিল, ও ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইনের সংশোধনী এবং ভারতীয় রেলওয়ে এবং ভারতীয় রেলওয়ে বোর্ড আইনের একীভূতকরণ-সহ ১৬টি বিল সংসদের বাজেট অধিবেশনে পেশ করা হবে। ওয়াকফ বিলের বিরুদ্ধে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। এর মধ্যেই মহাকুম্ভেও বিপর্যয় ঘটে গিয়েছে। ফলে শুরু থেকে সরকার পক্ষকে চাপে ফেলতে কোমর বাঁধছে কংগ্রেস-সহ বাকি সববিরোধী রাজনৈতিক দলগুলি।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
এছাড়াও পেশ হতে চলা অর্থ বিলও বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল নতুন প্রত্যক্ষ কর কোডের আলোচনা। এর ফলে ১৯৬১ সালের বিদ্যমান আয়কর আইন সম্পূর্ণরূপে পুনর্গঠন করা হবে। ব্যাঙ্কিং আইনগুলিতেও সংশোধনী রয়েছে, কেন্দ্রের দাবী এই সংশোধন ব্যাঙ্কিং ব্যবস্থাকে শক্তিশালী করবে ও গ্রাহকদের সুবিধা বৃদ্ধি করবে। এখন দেখার এবারের বাজেটে আদপে মোদী সরকার সাধারণ মানুষের কতটা সুরাহা করতে সক্ষম হয়।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
সংসদের বাজেট অধিবেশন ৩১ জানুয়ারী থেকে শুরু হওয়ার কথা, যা ৪ এপ্রিল পর্যন্ত চলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। প্রাথমিক কার্যক্রমের পর, ১৪ ফেব্রুয়ারি থেকে সংসদের আন্তঃঅধিবেশন বিরতি শুরু হবে এবং ১০ মার্চ থেকে পুনরায় অধিবেশন শুরু হবে।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
অধিবেশন চলাকালীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর বিতর্কে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও, ওয়াকফ (সংশোধনী) বিল সম্পর্কিত যৌথ সংসদীয় কমিটি এই অধিবেশনে তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে। এই কমিটির মেয়াদ পূর্বে শীতকালীন অধিবেশন চলাকালীন বাড়ানো হয়েছিল।
এই অধিবেশনে ‘এক জাতি, এক নির্বাচন’ বাস্তবায়নের বিষয়ে যৌথ সংসদীয় কমিটি নিয়েও আলোচনা হবে। কমিটিকে আগে অধিবেশনের শেষ সপ্তাহে লোকসভায় তাদের প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে, এই মাসে প্রথম বৈঠক করা কমিটির মেয়াদ বাড়ানোর দাবি উঠেছে।