নিউজ পোল বিনোদন ব্যুরো : টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা দেব অভিনীত এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত আসন্ন চলচ্চিত্র ‘রঘু ডাকাত’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও এসভিএফের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি পুজোর সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও টলিউডের (Tollywood) এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার ও ইধিকা পাল।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
ইধিকা পাল এর আগে দেবের সঙ্গে ‘খাদান’ ছবিতে অভিনয় করেছেন, তাঁর টলিউডে এটি প্রথম কাজ। ‘রঘু ডাকাত’ ছবিটি দেবের সঙ্গে তাঁর দ্বিতীয় চলচ্চিত্র। এই ছবির আরেক অভিনেত্রী সোহিনী সরকার এরমধ্যেই টলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন এবং পিরিয়ড ড্রামায় তাঁর অভিনয় দক্ষতার জন্য প্রশংসিত হয়েছেন। তবে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এটি সোহিনী ও ইধিকা উভয়েরই প্রথম কাজ হতে চলেছে।

‘রঘু ডাকাত’ ছবিতে সোহিনী ও ইধিকা কোন চরিত্রে অভিনয় করবেন, সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। প্রযোজক বা পরিচালক এ বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে তাঁদের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় পিরিয়ড ড্রামা নির্মাণে বিশেষ পারদর্শী। তাঁর পূর্ববর্তী চলচ্চিত্রগুলি, যেমন ‘গোলন্দাজ’ এবং ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তিনি সবসময়ই ছোটদের কথা মাথায় রেখে চলচ্চিত্র নির্মাণ করতে পছন্দ করেন। ‘রঘু ডাকাত’ ছবিটিও সেই ধারা অনুসরণ করবে বলে আশা করা হচ্ছে।

দেবের সঙ্গে ধ্রুবর এটি দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তারা ‘গোলন্দাজ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন, যা বক্স অফিসে সফল হয়েছিল। ‘রঘু ডাকাত’ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ও প্রত্যাশা তুঙ্গে। সোহিনী সরকার ও ইধিকা পালের অন্তর্ভুক্তি ছবিটির প্রতি সেই আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। ‘রঘু ডাকাত’ ছবিটি পুজোর সময় মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেব, সোহিনী ও ইধিকার অভিনয় দেখতে। টলিউডের এই নতুন সংযোজন নিঃসন্দেহে দর্শকদের জন্য একটি বিশেষ উপহার হতে চলেছে।
ইধিকা পালের সঙ্গে দেবের পুনর্মিলন এবং সোহিনী সরকারের নতুন ভূমিকায় অভিনয় নিয়ে এরমধ্যেই সোশাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। দর্শকরা আশা করছেন, ‘রঘু ডাকাত’ ছবিটি টলিউডের পিরিয়ড ড্রামার ধারায় একটি নতুন মাত্রা যোগ করবে। ছবিটির শুটিং কবে থেকে শুরু হবে বা অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। তবে প্রযোজনা সংস্থা থেকে আশা করা হচ্ছে, শীঘ্রই এই বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘রঘু ডাকাত’ ছবির প্রথম ঝলক দেখার