Hooghly: নিখোঁজ যুবকের দেহ উদ্ধার

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলি: দীর্ঘ চার দিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছের হুগলির( Hooghly) একটি ঝিল থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন সোহন সিং, যিনি রেলে হকারি করতেন। বৃহস্পতিবার হুগলির (Hooghly) বিকেলে উত্তরপাড়া মাখলা ২১ নম্বর ওয়ার্ডের ঝিল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

পরিবার সূত্রের খবর, সোমবার রাত থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা তাঁকে ফোন করলে তিনি আতঙ্কিত কণ্ঠে বলেন, “আমাকে মেরো না”—এটাই ছিল তাঁর শেষ কথা। এরপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে উত্তরপাড়া থানায় মিসিং ডায়েরি করা হয়। নিহতের দিদি কমলিকা দাসের অভিযোগ, তাঁর ভাইয়ের সঙ্গে এক যুবকের বন্ধুত্ব ছিল এবং তাঁদের মধ্যে প্রায়ই মদ খাওয়া নিয়ে ঝগড়া হত। তিনি দাবি করেন, এই ঘটনাও তেমন কোনো বিবাদের ফল হতে পারে।

মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তরপাড়া পুরসভার উপ-পুরপ্রধান তথা ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোকন মন্ডল। তিনি বলেন, “পুলিশ এরই মধ্যেই তদন্ত শুরু করেছে, খুব শীঘ্রই সব পরিষ্কার হয়ে যাবে।” পুলিশের প্রাথমিক অনুমান, সোহনের মৃত্যু জলে ডুবে হয়েছে। তবে নিশ্চিত হতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেট পর্যবেক্ষণে এই ময়নাতদন্ত হবে এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। তদন্তের পরই জানা যাবে, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

এদিকে হকারের পরিবারের সদস্যদের দাবি, সোমবার রাতে তাঁকে ফোন করা হলে হকার সোহন সিং তখন ফোনেই বলতে থাকে, ‘‌আমাকে মেরো না।’‌ অর্থাৎ কেউ বা কারা তাঁকে অপহরণ করে অত্যাচার করছিল। তার জেরেই সোহন এমন আর্তনাদ করছিল। সোহনের সঙ্গে এক বন্ধুর মদ খাওয়া নিয়ে প্রায়ই ঝামেলা হতো। সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত কিনা বুঝতে পারছেন না তাঁরা। পুলিশ তদন্ত করে খুনিদের শাস্তি দিক চাইছেন পরিবারের সদস্যরা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যু কারণ জানা যাবে।