Accident: বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত বাইক চালক

breakingnews অপরাধ কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ফের গভীর রাতে শহর কলকাতায় রহস্যজনক মৃত্যু। খোদ কলকাতার জনবহুল এলাকা সল্টলেকে বেপরোয়া গাড়ির ধাক্কায় (Accident) প্রাণ হারালেন এক ব্যক্তি। ৫ নম্বর ট্যাংকের সামনে থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ভিক্টর গঙ্গোপাধ্যায়। তিনি সল্টলেকেরই বাসিন্দা। বৃহস্পতিবার রাত একটা নাগাদ স্কুটি নিয়ে বৈশাখীর দিক থেকে বিএফসি এফ ব্লকের দিকে যাচ্ছিলেন ভিক্টর। স্কুটির গতিও অনেকটা বেশি ছিল বলে জানা গিয়েছে। সামনে স্পিড ব্রেকার থাকায় স্কুটির গতি কমাতে বাধ্য হন ভিক্টর। পিছন দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি প্রাইভেট কার (Accident) । স্কুটি ব্রেক কষায় চারচাকা গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

রাত একটা নাগাদ বৈশাখীর দিক থেকে বি এফ সি এফ- এর দিকে যাওয়ার সময় মৃত্যু বলে অনুমান। সেই সময় স্কুটির গতি কমাতেই সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় আরেকটি গাড়ি। সামনে স্পিড বেকার থাকার কারণে পেছন থেকে গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় তখনই, রক্তাক্ত অবস্থায় ছিটকে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগে ব্যক্তির, মৃত্যু হয় তখনই। পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ধাক্কা লাগায় সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়েন ভিক্টর। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। রক্তে ভিজে যায় শরীর। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই ঘাতক গাড়িটি পালিয়ে যায়। গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনায় ফের রাতের শহরে পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

তবে যথাযথ স্থানে সিসিটিভি না থাকায় সংযোগকারী রাস্তায় সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে উত্তর বিধান নগর থানার পুলিশ। আপাতত মৃত্যুর কারণ অনুমানের ভিত্তিতে ব্যাখ্যা করেছে পুলিশ।

প্রসঙ্গত, গতকালই বিধাননগর পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। সেখানে গাড়ির গতি নিয়ন্ত্রণের ব্যাপারেও বলা হয়। এছাড়াও এ বিষয়ে একাধিকবার পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল সতর্কবার্তা। তারপরেও গাড়ির বেপরোয়া গতি ও স্কুটি চালকের মাথায় হেলমেট না থাকার কারণে আবারও এক মৃত্যু ঘটনার সাক্ষী হল শহর কলকাতা।