Abhishek Banerjee: বাজেট বিরোধিতায় অভিষেক

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লিতে কেন্দ্রীয় বাজেট অধিবেশনে যোগ দিতে রওনা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিল্লির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, দিল্লিতে এখন যে সরকার চলছে তা জনবিরোধী। তাই কেন্দ্রীয় বাজেট সম্পর্কে তিনি খুব বেশি আশাবাদী নন। তিনি বলেন ভবিষ্যতে বিজেপি বিরোধী সরকার ক্ষমতায় আসবে সেক্ষেত্রে জনগণের সুবিধা এবং উন্নয়ন আরও ভালোভাবে হবে। এদিন কুম্ভ মেলায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন রাজ্য সরকার গত ১৪ বছর ধরে যেভাবে সাগর মেলা আয়োজন করছে তার থেকে দিল্লি ও উত্তরপ্রদেশ সরকারের শিক্ষা গ্রহণ করা উচিত।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

সাম্প্রতিক ক্যালেন্ডার বিভ্রাট নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই বিষয়ে তাঁর কাছে কোনো সঠিক তথ্য নেই এবং বিষয়টি তাঁর নজরে আসেনি। তাই তিনি এই বিষয়ে মন্তব্য করতে চান না।

নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

তবে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ”এনডিএ সরকার আবারও জনগণের স্বার্থ অবজ্ঞা করে এমন একটি বাজেট পেশ করল যা কেবলমাত্র রাজনৈতিক সুযোগ-সুবিধাকেই প্রাধান্য দেওয়া হল। এটি জনগণকেন্দ্রিক বাজেট নয়- এটি বিজেপির একটি নির্বাচনী ‘স্টান্ট’ যা নির্বাচনের ক্ষেত্রে সহায়তা করতে এবং নিজের স্বার্থের মানুষদের খুশি করতে তৈরী করা হয়েছে। বাংলার জন্য এই বাজেট একটি অর্থনৈতিক বিশ্বাসঘাতকতা থেকে কম কিছু নয়। রাজ্যের জন্য যুক্তিপূর্ণ আর্থিক বরাদ্দ করা হয়নি। অবশ্যই এটি বাংলার বৃদ্ধি ও উন্নয়নকে দমিয়ে রাখার ইচ্ছাকৃত প্রচেষ্টা ও একটি পরিকল্পিত পদক্ষেপ ৷ বাংলা থেকে বিজেপির ১২ জন সাংসদ থাকা সত্ত্বেও, এই বঞ্চনার বিষয়ে তাদের নীরবতা এই অন্যায়ের সাথে তাদের জড়িত থাকার বিষয়টি আরও স্পষ্ট করে দিচ্ছে।”

তিনি আরও লেখেন, ”এর থেকে একটাই জোরালো বার্তা স্পষ্ট: এনডিএ সরকার জনগণের কথা চিন্তা করে না – তারা শুধুমাত্র ক্ষমতার কথা চিন্তা করে। এই বাংলা- বিরোধী বাজেট বুঝিয়ে দিচ্ছে বিজেপির জন্য বাংলা একটি রাজনৈতিক লড়াইয়ের ময়দান ছাড়া আর কিছুই নয়। ন্যায্য পাওনা পাওয়ার যোগ্য রাজ্য বাংলা নয়। বাংলার মানুষ ভুলবে না। বাংলার মানুষ ক্ষমা করবে না।”