নিউজ পোল বিনোদন ব্যুরো : টলিউড অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsha Chatterjee) জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। মাত্র তিন মাস আগে বিয়ে করেছিলেন তিনি, আর এখন সুখবর দিলেন—মা হয়েছেন! এই খবরে আনন্দে ভাসছেন তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীরা। রূপসা চট্টোপাধ্যায় (Rupsha Chatterjee) টেলিভিশন জগতের পরিচিত মুখ। ধারাবাহিক ও ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা না বললেও, বিয়ের পর থেকেই তাঁকে নিয়ে বেশ চর্চা হচ্ছিল। আর এবার মা হওয়ার খবরে তাঁকে নিয়ে কৌতূহল আরও বেড়ে গেছে।

রূপসা চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী সায়নদীপ তাঁদের সংসারে নতুন সদস্য আসার সুখবর সমাজমাধ্যমে ভাগ করে নিলেন। তাঁদের শেয়ার করা ছবিতে দেখা গেল মায়ের আঙ্গুল ধরে রয়েছে একটি শিশু। ক্যাপশনে লেখা ছিল আছে – ‘বিলম্বিত সাধারণতন্ত্রের একরাশ শুভেচ্ছা ও সেইসঙ্গে নিজেকেও বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা।’ এর থেকেই তাঁর অনুরাগীরা অনুমান করছেন দেশের সাধারণতন্ত্র দিবসেই তাঁদের সন্তানের আগমন ঘটেছে। তবে পুত্র নাই কন্যা সন্তান সে বিষয়ে তাঁরা স্পষ্ট করেননি।

রূপসার স্বামী সায়নদীপের পোস্টে জুনিয়র কথাটি লেখা দেখে অনেকেই অনুমান করেছেন তাঁদের পুত্র সন্তান হয়েছে। কিছুদিন আগে তাঁর সাধভক্ষণের অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে একটি ভোটার চ্যালেঞ্জ তাঁরা করেছিলেন – ছেলে হবে না মেয়ে। এই কারণে ওই দম্পতিকে কটাক্ষের মুখে পড়তে হয়। সম্ভবত সেই কারণে তাঁরা তাঁদের সন্তানের লিঙ্গ নিয়ে মুখ খোলেননি।
উল্লেখ্য, গত বছর পুজোর মরশুমে রূপসা ও সায়নদীপ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরেই তাঁরা হানিমুনে যান। সেখান থেকেই ফিরে তাঁরা সন্তানের আসার খবর প্রকাশ্যে আনেন। সাধারণত, গর্ভধারণের সময়সীমা দেখে অনুমান করা হয়, রূপসা হয়ত বিয়ের আগেই সন্তানসম্ভবা ছিলেন। যদিও এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে গুঞ্জন উঠেছে, তিনি বিয়ের আগেই গর্ভবতী ছিলেন কি না! তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল বলছে, তিনি এই মুহূর্তে শুধুই নতুন মাতৃত্বের আনন্দ উপভোগ করতে চান এবং এসব বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ।
রূপসা ও তাঁর স্বামী, দুজনেই এই নতুন অতিথির আগমনে দারুণ খুশি। পরিবার ও বন্ধুবান্ধবের কাছ থেকেও তাঁরা শুভেচ্ছা পাচ্ছেন। রূপসা তাঁর সোশাল মিডিয়ায়ও এই সুখবর ভাগ করে নিয়েছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা শুভেচ্ছা জানাতে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। মা হওয়ার পর রূপসা কবে আবার অভিনয়ে ফিরবেন, তা এখনও স্পষ্ট নয়। টেলিভিশন ও ওয়েব সিরিজে তিনি বেশ জনপ্রিয়, তাই দর্শকরাও অপেক্ষায় আছেন কবে আবার পর্দায় দেখা যাবে তাঁকে। তবে আপাতত তিনি মাতৃত্বের সময়টা পুরোপুরি উপভোগ করতে চান।