Low price: বাজেট পেশের আগে কমল বাণিজ্যিক গ্যাসের দাম

দেশ

নিউজ পোল ব্যুরো:- কেন্দ্রীয় মন্ত্রী সভা অনুমোদন দিল বাজেটের। বাজেট পেশের আগেই দেশজুড়ে কমল বাণিজ্যিক গ্যাসের দাম (Low price) । পাশাপাশি সেনসেক্স বাড়ল ৯০০ পয়েন্ট নিফটি বাড়ল ৩০০ পয়েন্ট, আর এখন থেকেই মানুষের মনে আশার আলো জাগছে তাহলে কি এবারের পূর্ণাঙ্গ বাজেট মানুষের কাছে এক বড় চমক হয়ে উঠবে।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

তৃতীয়বার ক্ষমতায় আসার পর শনিবার লোকসভায় অষ্টমবার বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সাম্প্রতিক অতীতে বাজেট পাশের আগেই এইরকম দাম (Low price) কমার নজির নেই, খুব স্বাভাবিকভাবেই তাই সকলেই মনে করছেন এবার হয়তো আর ঘাটতি বাজেট নয় হতে চলেছে এক জনমুখী বাজেট। এখন শুধু সময়ের অপেক্ষা তারপরেই পরিষ্কার হয়ে যাবে আগামী একটা বছর দেশবাসীর কপালে কি জুটতে চলেছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

কোন শহরে কত টাকায় মিলবে বাণিজ্যিক গ্যাস?

> দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৭৯৭ টাকা (৭ টাকা কমেছে)

> কলকাতায় বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৯০৭ টাকা (৪ টাকা কমেছে)

> মুম্বইতে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৭৪৯ টাকা (সাড়ে ৬ টাকা কমেছে)

> চেন্নাইতে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৯৫৯ টাকা (সাড়ে ৬টা টাকা কমেছে)

বিগত দু’মাস মিলিয়ে দিল্লি এবং মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২১.৫ টাকা কমলো। কলকাতায় ২০ টাকা এবং চেন্নাইতে ২১ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম।