আদালতের নির্দেশে চার্জশিটের সংগৃহীত তথ্য জমা দিল সিবিআই

অপরাধ কলকাতা রাজনীতি রাজ্য শহর শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় আলিপুর কোর্টে আজ শনিবার সব নথির ভিত্তিতে চার্জশিটের তথ্য জমা দিল সিবিআই। উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশে আরজি কর আর্থিক দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষ ও বিকাশ পান্ডের বিরুদ্ধে দ্রুত চার্জ ফ্রেমের প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। আগামী সপ্তাহেই চার্জ ফ্রেম করতে পারে সিবিআই। তারপর শুরু হবে ট্রায়াল। এদিন আদালতে বিচারক সিবিআইয়ের কাছে জানতে চায় তারা সম্পূর্ণ নথি জমা করেছে কিনা। এর জবাবে সিবিআইয়ের আইনজীবী জানান, তিনি সম্পূর্ণ নথি জমা করেছেন।

প্রসঙ্গত, আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় হাই কোর্টের ৭ দিনের মধ্যে ট্রায়াল শুরুর নির্দেশ পরিমার্জন করার আবেদন করতে এসে শুক্রবার ফের অস্বস্তিতে পড়েন সন্দীপ ঘোষ, বিকাশ পান্ডেরা। ওই মামলায় এরই মধ্যে একটি লিখিত আবেদন করেছে সন্দীপ ও আশীষ পান্ডে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তার দ্রুত শুনানির আবেদন করেন আইনজীবীরা। তাঁদের বক্তব্য ছিল হাই কোর্টের ওই নির্দেশের ফলে সিবিআই তিন দিনের মধ্যে চার্জ ফ্রেম করতে চাইছে। যা বাস্তবে অসম্ভব। তাই হাই কোর্টের আগের দেওয়া রায় পরিমার্জনের আবেদন করেছিলেন তাঁরা।

বিচারপতি তাতে আমল না দিয়ে অতিরিক্ত সলিসিটার জেনারেলকে নোটিশ পাঠিয়ে ফের আবেদন করতে পরামর্শ দেন। যদিও বিচারপতি ঘোষ এদিন পরামর্শ দিয়েছিলেন, নিম্ন আদালতে গিয়ে আপনারা আপনাদের বক্তব্য পেশ করুন। শুধু তাই নয় এর আগে কেন সাত দিনের মধ্যে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছিল, তা খোলসা করতে গিয়ে বিচারপতির পর্যবেক্ষণ, আরজি কর দুর্নীতির মামলায় বিচারে সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে। কে করছে, কেন করছে আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে এটা লক্ষ্য করেছি।