Budget 2025: পদ্ম পুরস্কারে সম্মানিত শিল্পীর শাড়ি পড়েই বাজেট পেশ

Budget 2025 দেশ

নিউজ পোল ব্যুরো: সোনালি জরির পাড়, সাদা রঙের কেরলের কাসাভু শাড়ি। শাড়ির দুই প্রান্ত জুড়ে মধুবনির কাজ। ক্রিম রঙের এই শাড়ি পরে সংসদের অষ্টমবারের জন্য বাজেট (Budget 2025) পেশ করতে প্রস্তুত নির্মলা সীতারামণ। ২০২১ সালের পদ্মশ্রী সম্মানে ভূষিত বিহারের বাসিন্দা দুলারি দেবী এই শাড়িটি প্রস্তুত করেছেন। ধীবর সম্প্রদায় থেকে উঠে আসা দুলারি তাঁর আঁকায় সেই সমাজের কথাই তুলে ধরেছেন। বিহারের মধুবনি জেলার বিখ্যাত মধুবনি পেন্টিং অর্থমন্ত্রীর শাড়ির পাড় বরাবর রয়েছে। সেখানে রয়েছে জোড়া মাছের নকশা, ফুল- লতাপাতার কল্কা।

আরও পড়ুন:  Budget 2025: পিএম ধন-ধান্য যোজনায় কৃষকদের জন্য উপহার

শাড়িটির সোনালী রঙের বর্ডারের মধ্যে কালো রঙের মধুবনী চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি ম্যাচিং করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী লাল রঙের ব্লাউজ পড়েছেন যার বর্ডারেও সোনালী রঙের চওড়া পাড় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি কেন্দ্রীয় বাজেট (Budget 2025) পেশের সময় তাঁর পরিহিত শাড়ির মধ্যে একটি অর্থবহ ব্যঞ্জনা ফুটে ওঠে যার ব্যাখ্যা পরে অর্থমন্ত্রী নিজেই দেন। এবারে বিহারের শিল্পী দুলারী দেবীর অনুরোধে এই শাড়িটি পরেই বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ। তবে উল্লেখযোগ্য বিষয় হল বাজেটের Budget 2025 কপি নিয়ে একটি চামড়ার ব্রিফকেস নিয়ে আসতেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সেই জায়গায় স্থান নিয়েছে একটি লাল খাতা, যা মূলত ডিজিটাল বাজেট বলেই পরিচিতি লাভ করেছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

প্রতিবার বাজেট পেশার দিন নিজের পরিধান করা শাড়ির সম্পূর্ণ তথ্য দেন অর্থমন্ত্রী নিজেই। সেই তথ্য অনুযায়ী বিশ্লেষণ করলেই দেখা যায় প্রত্যেকটি শাড়ির মধ্যে রয়েছে আলাদা রকমের বিশেষত্ব। সেই তথ্য অনুযায়ী:

২০২৪ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ নীল রঙের তসরের শাড়ি পড়েন। যাতে নীলের সঙ্গে মেশানো ছিল সাদা রঙ। নকশি কাঁথার সেলাই, নীল শাড়ির ওপরে সাদা সুতো দিয়ে লতা-পাতা তৈরি করা ছিল শাড়িতে। এরপর ২০২৩ সালে বাজেটের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেখা গিয়েছিল লাল রঙের সিল্কের পড়তে। যাতে কালো ও সোনালি পাড় ছিল, মাঝে সাদা রঙের নকশা আঁকা ছিল শাড়িতে। ২০২২ সালে বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ পরেন বাদামি রঙের বোমকাই শাড়ি। বাদামীর ওপরে মেরুন, সাদা রঙের নকশা ও পাড় ছিল। ওড়িশার ট্রাডিশনাল শাড়ি বোমকাইতে বাজেটের দিনে নিজেকে সাজিয়ে তোলেন তিনি। ২০২১ সালে অর্থমন্ত্রী পড়েছিলেন তেলঙ্গানার ঐতিহ্যবাহী শাড়ি। লাল ও ধূসর রঙের পোচামপল্লি সিল্কের এই শাড়ি। ২০২০ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ পরেছিলেন হলুদ রঙের একটি সিল্কের শাড়ি। সোনালি রঙের জরির কাজ করা আকাশী রঙের সরু পাড় ছিল শাড়িতে। ২০১৯ সালে প্রথমবার বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ পরেন রানি রঙের মঙ্গলগিরি শাড়ি, যার পাড় ছিল সোনালি রঙের।