নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- বিভিন্ন রেল প্রকল্পের জমি জট কাটাতে উদ্যোগী হল রাজ্য সরকার। শুক্রবার নবান্নে ভূমি দপ্তর ও পরিবহন দফতরের সঙ্গে এই নিয়ে বৈঠক করেছন মুখ্য সচিব মনোজ পন্থ। এদিন সকালে তার সঙ্গে বৈঠক করে যান পূর্ব রেলের (Rail) জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওরা।
নবান্ন সূত্রে খবর, মূলত ডানকুনি লুধিয়ানা পর্যন্ত পণ্যবাহী রেল (Rail) করিডোর এবং রেলওয়ে ওভারব্রিজ, আন্ডার পাস এর জন্য যেখানে যেখানে জমির সমস্যা তৈরি হয়েছে, সেগুলি দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। কি কারনে জমি পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে তা তা দ্রুত খতিয়ে দেখে সমাধানের রাস্তা তৈরি করতে বলা হয়েছে। এছাড়াও কোথাও কোথাও রেল লাইনের প্রয়োজনে জমি দরকার। সেই জমি গুলি কে চিহ্নিত করার কাজে শুরু করতে বলা হয়েছে।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
প্রসঙ্গত ডানকুনি- লুধিয়ান ফ্রেট করিডোর হলে সহজে এক স্থান থেকে অন্য স্থানে পন্য পরিবহন করা যাবে ফলে শিল্পে বিকাশ ও ঘটবে। এই ফ্রেট করিডোরে শুধুমাত্র রেল ওয়াগন বা মালগাড়ি চলাচল করবে এই করিডর মোট কুড়িটি শহরের উপর দিয়ে যাবে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
ডানকুনি জংশন রেলওয়ে স্টেশন হল ডানকুনি শহরের প্রধান রেলওয়ে স্টেশন। এই হাওড়া – বর্ধমান – কর্ড লাইন এর একটি গুরুত্ব পূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি ব্যস্ত স্টেশন। এটি পূর্ব রেল জোন সমূহের অধীনে পরিচালিত। ডানকুনি জংশন রেলওয়ে স্টেশনটি হাওড়া রেলওয়ে বিভাগের একটি বড় রেলওয়ে স্টেশন।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
পর্যাপ্ত জমির অভাবে পশ্চিমবঙ্গের ১৪০০ কিলোমিটার রেলপথ সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এ বিষয়ে সহযোগিতা চেয়ে চিঠি দিলেন রেলমন্ত্রী
জমি অধিগ্রহণজনিত সমস্যার কারণে থমকে রয়েছে পশ্চিমবঙ্গে রেলের ২৮টি প্রকল্প। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ৫৪টি রেল প্রকল্প চালু রয়েছে। রেল জানিয়েছে, অন্তত ২১ হাজার ১৪৮ কোটি টাকার ২৮টি প্রকল্প