ছবি তুলতে গিয়ে জুটল ‘বাঘের প্রস্রাব’

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ভ্রমণে গিয়ে দারুণ সব মুহূর্ত ক্যামেরাবন্দি করতে কে না ভালোবাসে ! কিন্তু কখনও ভেবেছেন কি, ছবি তুলতে গিয়ে বাঘের বিশেষ উপহার পেতে হতে পারে ? থাইল্যান্ডের এক ব্যাঘ্র উদ্যানে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে, যা নেটদুনিয়ায় হাস্যরসের ঢেউ তুলেছে।

ঘটনার নায়িকা এক তরুণী, যিনি চিড়িয়াখানার এক বিশাল খাঁচায় বন্দি বাঘের ছবি তুলতে গিয়েছিলেন। ফোনের ক্যামেরা অন করে খাঁচার সামনে দাঁড়িয়ে পড়লেন তিনি। অন্যদিকে বাঘ মশাইও আপন মনে খাঁচার ভিতর পায়চারি করছিলেন। হঠাৎ তরুণীকে দেখে খাঁচার সামনে এগিয়ে আসে বাঘটি। তরুণী ভাবলেন এবার হয়তো অসাধারণ এক শট পাওয়া যাবে। কিন্তু গল্পের মোড় ঘুরে গেল একদম অন্যদিকে। বাঘটি সামনে এসে আচমকা পিছন ফিরে দাঁড়ায়। তরুণী তখনও ব্যস্ত ক্যামেরা সেট করতে। ঠিক তখনই ঘটে গেল অঘটন – বাঘটি হঠাৎ প্রস্রাব করে দেয়। তরুণী হতবম্ভ হয়ে যায়। মুহূর্তেই ছিটকে দূরে সরে যান তিনি। কিন্তু ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে। এই পুরো দৃশ্য তরুণীর স্বামী ক্যামেরাবন্দি করেছিলেন, যা পরবর্তী সময়ে ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানা মজার মন্তব্য করতে শুরু করেন।

একজন লিখেছেন, “বাঘমশাই স্পষ্টতই বুঝিয়ে দিলেন, ক্যামেরার ফ্ল্যাশ তার মোটেও পছন্দই নয়।” আরেকজন লিখেছেন “বন্যেরা বনেই সুন্দর ! খাঁচায় বন্দি রাখলে এমনই প্রতিশোধ নেয় তারা। কয়েকজন আবার নিজের অভিজ্ঞতা ভাগ করে বলেছেন, “আমার সঙ্গেও প্রায় এমন হতে যাচ্ছিল! এক মহিলা আমাকে সরিয়ে খাঁচার সামনে গেলেন, আর তারপর বাঘটি সরাসরি তাঁর গায়েই প্রস্রাব করে দিল!” এই মজার কিন্তু অপ্রত্যাশিত ঘটনায় পরিষ্কার যে, শুধু ছবি তোলার জন্য বন্য প্রাণীদের ব্যক্তিগত পরিসরে অতিরিক্ত হস্তক্ষেপ বিপজ্জনক হতে পারে! তাই পরের বার কোনো বাঘের ছবি তুলতে গেলে একটু সাবধান থাকুন—কে জানে, সে আবার কখন কী উপহার দিয়ে বসে!