Aparajita Aadhi: মায়ানগরীতে অপরাজিতা!

কলকাতা দেশ পেজ 3

নিউজ পোল বিনোদন ব্যুরো:- রবিবার অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Aadhi) বেহালার নাচের স্কুলে তাঁর ছাত্রীদের উদ্যোগে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন। পুজোর জোগাড় থেকে আলপনা দেওয়া সবটাই করেছেন নিজের হাতে, আর এরপরই এলো সুখবর। টলিউডের অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Aadhi) আবারও বলিউডে পা রাখতে চলেছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই নতুন একটি প্রজেক্টে দেখা যেতে পারে তাঁকে। তবে প্রশ্ন উঠছে—এবার কি বড় পর্দায়, নাকি ওয়েব সিরিজের মাধ্যমে বলিউডে কামব্যাক করছেন তিনি?

অপরাজিতা আঢ্য দীর্ঘদিন ধরেই টলিউডে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তবে বলিউডেও তিনি বেশ পরিচিত মুখ। এর আগে তিনি বলিউডের বেশ কিছু সিনেমায় কাজ করেছেন, যার মধ্যে অন্যতম ‘হেলিকপ্টার এলা’, যেখানে কাজ করেছিলেন কাজল ও নীরজ কাভির সঙ্গে। এছাড়া ‘মেরি প্যায়ারি বিন্দু’ ছবিতে তিনি আয়ুষ্মান খুরানার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

সূত্রের খবর, বলিউডের এক জনপ্রিয় পরিচালক অপরাজিতার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এটি সিনেমা না ওয়েব সিরিজ, তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য মেলেনি। যদিও অভিনেত্রী নিজে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি, তবে তাঁর সাম্প্রতিক মুম্বাই সফর ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘অপরাজিতার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁর কমিক টাইমিং থেকে সিরিয়াস রোল—সবেতেই তিনি পারদর্শী। বলিউডের একাধিক পরিচালকের নজর রয়েছে তাঁর ওপর। খুব সম্ভবত, নতুন একটি ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাঁকে।’

ওটিটির জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে এবং বহু টলিউড অভিনেতা-অভিনেত্রী এখন বলিউডের ওয়েব সিরিজে কাজ করছেন। অপরাজিতার ক্ষেত্রেও তেমনই কিছু হতে পারে বলে মনে করছেন অনুরাগীরা। তবে সিনেমার ক্ষেত্রেও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, অভিনেত্রীর আগের বলিউডের কাজগুলিও বেশ প্রশংসিত হয়েছে। সম্প্রতি, অপরাজিতাকে মুম্বাইতে বেশ কয়েকটি স্টুডিওতে দেখা গিয়েছে, যেখানে বলিউডের একাধিক পরিচালকের আনাগোনা রয়েছে। ফলে জল্পনা আরও বেড়েছে। অভিনেত্রীর ভক্তরা অপেক্ষায় আছেন, কবে তিনি নিজেই ঘোষণা করবেন তাঁর নতুন প্রজেক্ট সম্পর্কে। অপরাজিতা আঢ্য নিজে এই বিষয়ে মুখ খুলতে চাননি, তবে শীঘ্রই একটি বড় ঘোষণা আসতে পারে বলেই মনে করা হচ্ছে। এবার তিনি সিনেমায় অভিনয় করছেন নাকি ওয়েব সিরিজে, তা সময়ই বলবে!