নিউজ পোল ব্যুরো :- অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্রেন স্ট্রোকের কারণে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এসজিপিজিআই)-এর নিউরোলজি বিভাগের এইচডিউ-তে চিকিৎসাধীন। ৮৫ বছর বয়সী সত্যেন্দ্র দাস রবিবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন, যার পর তাঁকে দ্রুত এসজিপিজিআই-তে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল, যা স্ট্রোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার এসজিপিজিআই হাসপাতালের তরফে জানানো হয়েছে, ‘শ্রী সত্যেন্দ্রজির ব্রেন স্ট্রোক হয়েছে। তিনি ডায়াবেটিস এবং হাইপারটেনসিভ রোগী। রবিবার তাঁকে এসজিপিজিআই-তে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিউরোলজির এইচডিউ-তে চিকিৎসাধীন। যদিও তাঁর অবস্থা আশঙ্কাজনক, তবে তিনি চিকিৎসকদের নির্দেশ শুনতে পাচ্ছেন। তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ বর্তমানে স্থিতিশীল রয়েছে, তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
মহান্ত সত্যেন্দ্র দাস দীর্ঘদিন ধরে রাম জন্মভূমি মন্দিরের সঙ্গে যুক্ত। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় অস্থায়ী রাম মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন তিনি। সেই সময় থেকেই তিনি মন্দিরের পূজা-অর্চনার দায়িত্ব পালন করে আসছেন। প্রধান পুরোহিতের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অযোধ্যার ভক্ত ও সাধুসন্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মন্দির চত্বরে তাঁর দ্রুত সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা শুরু হয়েছে। অনুগামীরা মন্দির প্রাঙ্গণে বিশেষ যজ্ঞ এবং ভগবান রামের কাছে তাঁর আরোগ্যের জন্য প্রার্থনা করছেন।
হাসপাতাল সূত্রে খবর, তাঁর চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের একটি দল গঠন করা হয়েছে। তাঁর বর্তমান পরিস্থিতি জটিল হলেও, কিছুটা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তী ২৪-৪৮ ঘণ্টা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাম জন্মভূমি মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনও তাঁর স্বাস্থ্যের প্রতি নজর রাখছে।