জীবিতকে মৃত সাজিয়ে সম্পত্তি উদ্ধারের চেষ্টা

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক ব্যক্তিকে জীবিত থাকা সত্বেও মৃত দেখিয়ে জাল ওয়ারিশান সার্টিফিকেট বানিয়ে তাঁর কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা চালানো হয়।

জীবিত শঙ্কর বিশ্বাসকে মৃত দেখিয়ে প্রতারণার চেষ্টা করা হয়। বনগাঁর নরহরিপুরের বাসিন্দা শঙ্কর বিশ্বাস ১৭ জানুয়ারি ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে একটি লিখিত অভিযোগ জানান। তিনি অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি তাঁকে মৃত দেখিয়ে ভুয়ো ওয়ারিশান সার্টিফিকেট বানিয়ে তাঁর জমি দখল করতে চাইছে। পঞ্চায়েত বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে জানতে পারে ওই ওয়ারিশান সার্টিফিকেট সম্পূর্ণ জাল। তদন্তের ভিত্তিতে, পঞ্চায়েতের প্যাড, সিল ও প্রধানের স্বাক্ষর নকল করে ওই ভুয়ো নথি তৈরি করা হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী শঙ্কর বিশ্বাস বলেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ ও জীবিত। অথচ আমাকে মৃত দেখিয়ে আমার জমি দখলের চেষ্টা করা হচ্ছে। ওই জমির বাজারমূল্য কোটি টাকারও বেশি। প্রথমে তাঁরা ৬ শতক জমি আত্মসাৎ করতে চেয়েছিল। আমি এই প্রতারণার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনার সম্মুখীন না হয়।’

ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান উমা ঘোষ বলেন, ‘এই জালিয়াতির ঘটনা জানার পরই আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’ এই জালিয়াতির ঘটনায় যার স্বাক্ষর জাল কড়া হয়েছে, সেই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রসেনজিৎ ঘোষ জানান, ‘আমার সই নকল করে এই নথি তৈরি করা হয়েছে। আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি। আইন অনুযায়ী দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত। এই ঘটনার তদন্তে পুলিশ এরই মধ্যে সক্রিয় হয়েছে। এলাকার মানুষ চাইছেন, দোষীরা শাস্তি পাক এবং ভবিষ্যতে এই ধরণের প্রতারণা বন্ধ হোক।