নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার রামরাজাতলা এলাকায় সরস্বতী পুজোর দিন এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবাকে মারধর করার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রামরাজাতলার একটি গার্লস স্কুলের সামনে ওই ছাত্রী তার বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিল। পুজো উপলক্ষে আনন্দ করার পর স্কুলের অদূরে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল সে। সেই সময় হঠাৎই বাইক নিয়ে হাজির হয় তিন যুবক এবং ছাত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকে।
দূর থেকে ঘটনাটি দেখতে পান ছাত্রীর বাবা। তিনি দ্রুত সামনে এসে যুবকদের এই আচরণের প্রতিবাদ করেন। অভিযোগ, তখনই যুবকরা তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে, অভিযুক্তদের মধ্যে একজন ছাত্রীর বাবার মাথায় এমনভাবে আঘাত করে, যার ফলে তিনি রক্তাক্ত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্ত তিন যুবক আগে থেকেই ওই ছাত্রীকে চিনত এবং দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করত।
এক প্রত্যক্ষদর্শীর বর্ণনায় উঠে এসেছে ঘটনার ভয়াবহতা। তিনি বলেন, “আমি একটু দূরে ছিলাম, হঠাৎ দেখি মারপিট শুরু হয়েছে। একটা ছেলের হাতে বালা ছিল, সেই হাত দিয়েই সে এমন জোরে মারে যে মেয়েটার বাবার মাথা ফেটে রক্ত গলগল করে বের হতে থাকে। শুনলাম, ওই মেয়েটাকে আগেও হুমকি দেওয়া হয়েছিল।” এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।