এ দেশে মেয়ে হয়ে জন্মানোই অপরাধ !

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: মেয়ে হয়ে জন্মানোই অপরাধ! আদি যুগের বিভিন্ন দেশের ইতিহাসে পুরুষতান্ত্রিক সমাজে এ কথার বহু নিদর্শন আজও জ্বলজ্বল করে বইয়ের পাতায়। পিছিয়ে পড়া অঞ্চলে বিশেষত গ্রাম বাংলার প্রত্যন্ত মকরসালে এখনও একথা প্রমাণ করে যায় কিছু ঘটনা। তবে বর্তমানে দেশ উন্নত হয়েছে অনেকটাই। শুধু ভারতবর্ষ নয় বিভিন্ন দেশে বর্তমানে নারীর সম্মান ঊর্ধ্বমুখী। কিন্তু এ যুগেও ফের সেই মেয়ে হয়ে জন্মানোই অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি একটি দেশে। মেয়ে হয়ে জন্মালেই দিতে হচ্ছে মাশুল। পড়াশোনা, খেলা-ধূলা কিংবা নাচ-গানের মতো পছন্দের চর্চা তো দূর! চাকুরী ক্ষেত্রেও রয়েছে পদে পদে বাধা। সম্প্রতি ‘কাবুলিওয়ালার দেশে’ দেখা গিয়েছে আগ্রাসনের চরম সব মুহূর্ত। এবার বন্ধ হলো একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশনতিও। একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশন যার নাম ‘রেডিও বেগম’, বন্ধ হল সম্প্রতি। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার থেকে হার্ড ড্রাইভ, ফাইল থেকে ফোন সমস্তটাই। আটক করা হয়েছে সেখানকার মহিলা কর্মীদের। এরই মধ্যে আটক করা হয়েছে দুই পুরুষ কর্মীকেও। ‘অপরাধ’ সম্প্রচার নীতি লঙ্ঘন ও স্টেশনের লাইসেন্সের চূড়ান্ত অপব্যবহার করার অপরাধে বন্ধ করা হয়েছে এই রেডিও স্টেশনটিকে। তালিবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘অননুমোদিত’ বিষয়বস্তুর সম্প্রচার করা হচ্ছিল ওখানে। যদিও রেডিও স্টেশনটির তরফে স্পষ্ট জানানো হয়েছে সেখানে স্বাস্থ্য, মনস্তত্ত্ব ও আধ্যাত্মিক বিষয়ই সম্প্রচারিত করা হত।

রেডিও স্টেশনের তরফ থেকে জানানো হয় যে কোন রকম রাজনৈতিক সংস্পর্শ থেকে দূরেই থাকতেন তারা। এই রেডিও স্টেশনটি তৈরি পিছনে ও মূল উদ্দেশ্য ছিল মহিলাদের শিক্ষিত গড়ে তোলা। প্রতিদিন ৬ ঘণ্টা যে সম্প্রচার হত, তার লক্ষ্যই ছিল মূলত মহিলা শিক্ষার হার বাড়ানো। এখন প্রশ্ন একটাই সেই কারণেই কি বন্ধ হতে হলো শেষমেষ? এরইমধ্যে ‘রেডিও বেগম’ বন্ধ হয়ে যাওয়ায় তীব্র প্রতিবাদ করেছে মানবাধিকার গোষ্ঠী ‘রিপোর্টার্স উইদআউট বর্ডার্স’। তালিবানি পদক্ষেপের নিন্দা করছে বিশ্বের একাধিক দেশ। ঘটনাকে ঘিরে তীব্র নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, এই স্টেশনের ‘সিস্টার চ্যানেল’টি রয়েছে প্যারিসে। ১৯৯৬-২০০১ সাল ছিল ‘কাবুলিওয়ালার দেশে’র প্রথম তালিবান জমানা। ২০২১ সালে নতুন করে আফগানিস্তান দখল করে জেহাদিরা। সে সময় ক্ষমতায় আসার পর যদিও তাঁরা দাবি করেন তালিবান ২.০, অচিরেই দেখা যায় তা কেবল কথার কথাই হয়ে থেকে জেতে। সেই থেকেই শুরু হয় এই ধরনের আগ্রাসন। নারীর স্বাধীনতা একেবারে কমতে থাকে দেশে, যা বর্তমানে তলানিতে পৌঁছেছে। একগুচ্ছ নিয়মের শিকলে বাধা নারীরা বর্তমানে যেন কোন ঠাসা হয়ে উঠছে আরও। আমরা নই! বলছে বিভিন্ন দেশের নানান সমীক্ষা। আর সম্প্রতি এরূপ ঘটনা আরও বেশি করে ভাবিয়ে তুলেছে সকলকে। তবে কি এদেশে মেয়ে হয়ে জন্মানোই অপরাধ? প্রশ্নের আড়ালেই যেন উঁকি দিচ্ছে নির্মম এক সত্য।