শুরু শিল্প বাণিজ্য সম্মেলন

কলকাতা রাজ্য শহর

মৃণাল কান্তি সরকার, কলকাতাঃ চল্লিশটি দেশের প্রায় ২০০ জনপ্রতিনিধি নিয়ে আয়োজিত হয় বিশ্ব বঙ্গ সম্মেলন। যার প্রথম দিনেই উপস্থিত ছিলেন ভারতবর্ষের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানি সহ বহু বিশিষ্ট শিল্পপতিরা। প্রথম দিনেই বিরাট চমক। বিশিষ্টদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। এ পর্যন্ত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসা বিনিয়োগ প্রস্তাবের সিংহভাগ রূপায়িত হয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করে তিনি। জানান, আগের সাতটি সম্মেলন থেকে মোট ১৯ লক্ষ ৫১ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল।

এর মধ্যে ১২ লক্ষ কোটি টাকার প্রস্তাব ইতিমধ্যেই রূপায়িত হয়েছে। এ প্রসঙ্গে বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই সম্মেলন আয়োজনের উদ্দেশ্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কিন্তু রাজ্যের সম্ভাবনার দিক গুলি বিশ্ব বাসির সামনে তুলে ধরতে এধরণের সম্মেলনের গুরুত্ব অনস্বীকার্য। মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক সমালোচনার জবাব দিতে তিনি বাধ্য নন, কিন্তু তার সরকার মানুষের কাছে দায়বদ্ধ। মুখ্যমন্ত্রী নিজের ভাষণে রাজ্যের একাধিক সম্ভাবনা এবং নতুন শিল্প বান্ধব নীতির কথা তুলে ধরে রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান। শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে যাবতীয় সমস্যার চট জলদি সমাধানের লক্ষ্যে মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্য স্তরের শিল্প সমন্বয় সমিতি গঠনের কথাও তিনি ঘোষণা করেন। অন্যদিকে রাজ্যর সম্ভাবনাময় দেউচা পাচামি খনি প্রকল্পে আগামীকাল থেকে ব্যাসল্ট উত্তোলনের কাজ শুরু করার কথাও মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেছেন। সম্মেলনে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়াঙ্কা, হর্ষবর্ধন আগরওয়ালের মত শিল্পপতিরা রাজ্যে নতুন বিনিয়গের কথা ঘোষণা করেন। উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ভুটানের মন্ত্রী ইয়োনসেন ফুন্সো সহ ৪০ টি দেশের ২০০ র বেশি প্রতিনিধি এবং ২৫ জন রাষ্ট্রদূত ও হাইকমিশনের সদস্যরা।