বিউটিশিয়ানের রহস্য মৃত্যু

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ। দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগানে এক ফ্ল্যাট থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে খুন না আত্ম্যহত্যা তা নিয়ে তৈরি ধোঁয়াশা। পরিবারের সদস্যের দাবি, তাঁর স্বামী তাঁকে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে নেতাজিনগর থানার পুলিশ।

সূত্রের খবর, মৃত মহিলা তনুশ্রী মাঝি, পেশায় বিউটিশিয়ান। যে ফ্ল্যাটে থাকতেন তার নিচেই বিউটিপার্লার রয়েছে, সেখানেই তনুশ্রী কাজ করতেন। তিনি তাঁর স্বামী ও চার বছরের মেয়ে নিয়ে ফ্ল্যাটে থাকতেন। প্রতিবেশীরা জানিয়েছেন বুধবার সকালে তনুশ্রী তাঁর মেয়েকে তাঁদের বাড়িতে দিয়ে যান। এক বিউটি পার্লার কর্মী জানান, তনুশ্রী ওই সময় পার্লারে আসেন এবং ফোনে অনেকক্ষণ কথা বলছিলেন। সম্ভবত তিনি তাঁর স্বামীর সঙ্গে কথা বলছিলেন তারপর ফ্ল্যাটে ফিরে যান। বেশ কিছু সময় কেটে যাওয়ার পর প্রতিবেশী তনুশ্রীর মেয়েকে ফ্ল্যাটে দিয়ে যান। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল না। ডাকাডাকির পর সাড়া না পেয়ে তিনি দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন এবং ভেতরে তনুশ্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে নেতাজি নগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসেন এবং দেহ উদ্ধার করে।

তনুশ্রীর পরিবারের দাবি, ওদের মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। তনুশ্রীকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। পুলিশ ময়না তদন্তের জন্য অপেক্ষা করছে। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তদন্তকারীরা প্রতিবেশী এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন।