দেশজুড়ে বন্ধ হোক আমিষ খাবার,দাবি শত্রুঘ্ন সিনহার

দেশ

নিউজ পোল ব্যুরো: দেশে নিষিদ্ধ হোক আমিষ খাবার, এমনটাই চান তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিটি রাজ্যের আলাদা আলাদা বৈশিষ্ট রয়েছে। কিছু মানুষ আমিষ খান, আর লিচু মানুষ নিরামিষ খান। এটাই ভারত। কিন্তু তাঁর দলের সংসদ শত্রুঘ্ন সিনহা এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। আসানসোলের এই তারকা সংসদ দাবি করেছেন, সারা দেশে আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত।

মঙ্গলবার তিনি অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) প্রশংসা করেছেন, এবং তিনি উত্তরাখন্ড সরকারের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন যারা এই বিধি চালু করেছে। শত্রুঘ্ন সিনহা বলেন, ‘দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্তে গোমাংস নিষিদ্ধ করা হয়েছে। তবে, শুধু গোমাংস নয় দেশের সব আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত। কিছু জায়গায় গোমাংস বিক্রি বন্ধ হলেও, এখনও অনেক জায়গায় গোমাংস খাওয়ায় আইনি নিষেধাজ্ঞা নেই। বিশেষ করে উত্তর পূর্বে যেখানে গোমাংস খাওয়া স্বাভাবিক, অথচ উত্তর ভারতে এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। এটা চলতে পারে না। সব জায়গায় সমান আইনকানুন থাকা উচিত।’ শত্রুঘ্ন বলেন, ‘অভিন্ন দেওয়ানি বিধি অবশ্যই দেশের সব জায়গায় কার্যকর হওয়া উচিত, কিন্তু কিছু আইনবিধি রয়েছে তাই এটি কার্যকর হওয়ার আগে সঠিকভাবে আলোচনা করা দরকার।’

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় মাস কয়েক আগে আমিষ নিরামিষ বিতর্ক নিয়ে বলেছিলেন, ‘আমরা কোন জাতের, কোন রাজ্যের , আমিষ না নিরামিষ খাই, এটা কেউ জিজ্ঞেস করে না বাংলায়। এটা বাংলার গর্ব।’ এমনকি গত লোকসভা নির্বাচনেও মমতা মোদীকে মাছ রান্না করে খাওয়ানোর প্রস্তাব দেন। শত্রুঘ্নের এই বক্তব্যে বিতর্কের দানা বেঁধেছে তৃণমূল সাংসদে।