Suicide: সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা

অপরাধ আইন কলকাতা

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- বুধবার আনুমানিক সকাল সাতটায় সিঠি সিভিল কোর্টে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মহত্যা Suicide করেন বলে পুলিশ সূত্রে খবর। সিটি সিভিল কোর্টের ৮ম বেঞ্চের বিচারকের দায়িত্বে থাকা গোপাল নাথ এই ঘটনা Suicide ঘটিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

হেয়ার স্ট্রীট থানা এলাকায় অবস্থিত সিঠি সিভিল কোর্টের নিচতলার সিঁড়ির পাশে তার কপালে বুলেটের আঘাত সহ একটি চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে বলেই পুলিশ জানিয়েছে। তার পাশে পড়ে থাকা ৯ এমএম সার্ভিস পিস্তলের সাহায্যে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনাস্থলে পুলিশ আধিকারিক হোমি সাইড শাখা এবং পুলিশ কুকুর।

আরও পড়ুন: Sports: আলোহীন মাঠে থমকে গেল খেলা !

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোপাল নাথ। এদিন সকাল সাতটা নাগাদ নগর দায়রা আদালতের নিচের তলায় সিঁড়ির পাশে একটি চেয়ারে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর কপালের পাশে গুলি লাগার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের ৯ এমএম সার্ভিস রিভলবার থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হয়েছেন। জানা গিয়েছে, গোপাল নাথ নগর দায়রা আদালতের এক বিচারকের দেহরক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন। কিন্তু কী কারণে তিনি চরম পদক্ষেপ করলেন তা এখনও স্পষ্ট নয়। তবে রহস্যমৃত্যুর কিনারা করতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। 

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:  https://www.facebook.com/share/p/1A1wpHjhAu/

পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, আগামী ৩ মার্চ বিয়ে হওয়ার কথা ছিল ওই পুলিশকর্মীর। শুক্রবার ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়। আত্মহত্যার চেষ্টার নেপথ্যে অবসাদ, না অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই পুলিশকর্মী চন্দননগরেরই পুলিশ ব্যারাকে থাকতেন। র‌্যাফ-এ পোস্টিং ছিল তাঁর।