নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা: আনন্দের মাঝে যেন বিষাদের সুর। মুহূর্তের মধ্যে যা পরিণত হল শোকে। চলন্ত ইলেকট্রিক নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এক তরুণীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার গোসাবার কুমিরমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, গতকাল কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের আয়োজনে আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট ও ৫ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা অনুষ্ঠিত হয়েছিল। রাতে ছিল টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের সমাগম ছিল। মেলায় ইলেকট্রিক নাগরদোলায় চড়েছিলেন সায়ন্তনী, মানসী ও টুম্পা। হঠাৎই নাগরদোলা চলাকালীন তিনজনই ছিটকে পড়ে যায়। এর মধ্যে সায়ন্তনী গুরুতর আহত হয় এবং তাকে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ এই ঘটনায় নাগরদোলার মালিক অমল মন্ডলকে গ্রেফতার করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেও দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে অনুরূপ একই ঘটনা ঘটেছিল। কিন্তু সেবার প্রাণে বেঁচে যান আহত ব্যক্তিরা। কিন্তু এবার নাগরদোলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর।