চ্যাম্পিয়ন ট্রফির আগে বড়ো ধাক্কা অজি বাহিনীর!

আন্তর্জাতিক ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো : চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০২৩ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার ৩৫ বছর বয়সী মার্কাস স্টয়নিস আচমকা ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তে ক্রিকেট মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং অস্ট্রেলিয়ার দলগঠনে নতুন সমস্যা দেখা দিয়েছে।

অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলে ছিলেন। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। এতদিন স্টয়নিস ব্যাট ও বল হাতে দলের অন্যতম ভরসা ছিলেন। তাঁর অভিজ্ঞতা ও পারফরম্যান্স বড় মঞ্চে অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল।তাঁর এই হঠাৎ সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার নির্বাচকদের জন্য বড়ো ধাক্কা। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযোগিতার আগে একজন অভিজ্ঞ অলরাউন্ডারের বিদায় দলের ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও বিপক্ষ দলের জন্য সমস্যা সৃষ্টি করেছিলেন। বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত স্টয়নসের অবদান ছিল অপরিসীম। তাঁর বিদায়ে শুধু দলের ভারসাম্যই নষ্ট হবে না, বরং অভিজ্ঞতার দিক থেকেও একটা বড় শূন্যতা তৈরি হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে থাকা অবস্থাতেই এমন অবসর নেওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। এখন নির্বাচকদের নতুন করে বিকল্প খুঁজতে হবে। প্রশ্ন উঠছে, কে নেবে তার জায়গা? স্কোয়াডে কিছু তরুণ প্রতিভা থাকলেও অভিজ্ঞ অলরাউন্ডারের জায়গা পূরণ করা সহজ হবে না।