Secondary examination: স্কুলকে জরিমানা হাই কোর্টের

কলকাতা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিক্ষোভ বা প্রতিবাদ জানিয়ে কোনও ফলাফল পাওয়া যায়নি। মাধ্যমিক পরীক্ষা (Secondary examination) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি,কিন্তু এখনও তাঁদের হাতে অ্যাডমিট কার্ড (Secondary examination) এসে পৌঁছায়নি। আর সেই দায় স্কুলের ছাত্র ছাত্রী বা বোর্ডের না। তাই এবার স্কুলকে জরিমানা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। ১০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে এবং অভিভাবকরা স্কুলে গিয়ে শিক্ষা পর্ষদের ভুল সংশোধন করতে পারবেন, এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্ট।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

উল্লেখ্য, ব্যারাকপুর নোনা চন্দনপুকুর হাই স্কুলের ছাত্রদের পক্ষ থেকে এমন এক মামলা দায়ের করা হয়। পরীক্ষার কিছুদিন বাকি থাকলেও অ্যাডমিট কার্ড এখনও ছাত্র ছাত্রীদের হাতে পৌঁছয়নি। এরপরেই পশ্চিমবঙ্গের একাধিক স্কুলে একই সমস্যা দেখা যায় এবং সেই সংক্রান্ত আরও কিছু মামলা আদালতে জমা হয়। বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, বৃহস্পতিবার বিকেল ৪ টের মধ্যে ছাত্র ছাত্রী ও অভিভাবকরা মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশনের কাছে অফলাইনে ভুল সংশোধন করতে হবে।

আদালত এদিন অত্যন্ত কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন স্কুলগুলিকে। পর্ষদের ভুলে নয়, স্কুলগুলির নিজেদের ভুলে তারা এখনও পর্যন্ত বহু ছাত্র-ছাত্রীর হাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুলে দিতে পারেনি। আর সেজন্য দোষী স্কুলগুলিকে দশ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

অ্যাডমিট কার্ড না পেয়ে কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে মামলা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে একাধিক ঘটনা ঘটায় তা হাইকোর্টের নজরে আসে। এবং তা আদালত শুনতে বসে। তারপর এদিন আদালত এই রায় ঘোষণা করেছে।