Alipore Court: কী রয়েছে সন্দীপের ভাগ্যে?

অপরাধ আইন কলকাতা জেলা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ আজ বৃহস্পতিবার আলিপুর আদালতে (Alipore Court) উঠবে সন্দীপ ঘোষের মামলা। আলিপুর আদালতে বেলা ১২:৩০ টায় শুনানি। বিচারপতি ঘোষের আদেশকে চ্যালেঞ্জ করে আদালতে (Alipore Court) উঠবে মামলাটি। পুরানো মামলাকে চ্যালেঞ্জ করেছেন বিচারপতি সুমন হাজরা ও সন্দীপ ঘোষ।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

এরই মধ্যে ডিসচার্জ পিটিশনে শুনানির জন্য রেকর্ড নেওয়া হয়েছে। সন্দীপ ঘোষের পক্ষে উপস্থিত হওয়া বিজ্ঞ আইনজীবী সমর্থ গুপ্তা, HC-এর ওএসডি প্রাপ্ত একটি মেইল কপি দায়ের করেছেন। মেল করা ওই কপিটিতে বলা হয়, যে হাইকোর্ট আজ ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে আপিল ফাইল করার জন্য ছুটি মঞ্জুর করা হয়েছে এবং ঠিক জয়মালো ব্যাগের সভাপতিত্বে ডিভিশন বেঞ্চের সামনে একই নির্দেশ দেন।

আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক

অভিযুক্তদের পক্ষে আইনজীবী দাখিল করে কিছু বিষয় স্পষ্ট করা হয় এদিন। যে বিষয়টি ডিভিশন বেঞ্চের সামনেও স্পষ্টভাবে উল্লেখ করা হয় এবং বেঞ্চ বৃহস্পতিবার সাড়ে ১২টায় শুনানির জন্য সন্তুষ্ট হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দুপুর দেড়টার মধ্যে আসামিদের ডিভিশন বেঞ্চে কোনো আদেশ দাখিল করতে পারবেন। দুপুর দেড়টা পর্যন্ত মুলতবি করা হয় বিষয়টি। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় এ বিষয়ে শুনানি হবে। দুপুর ২টায় আসামিদের হাজির করা হবে আদালতে এমনটাই জানানো হয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:  https://www.facebook.com/share/p/1A1wpHjhAu/

অভিযুক্তদের পক্ষে আইনজীবী দাখিল করে কিছু বিষয় স্পষ্ট করা হয় এদিন। যে বিষয়টি ডিভিশন বেঞ্চের সামনেও স্পষ্টভাবে উল্লেখ করা হয় এবং বেঞ্চ বৃহস্পতিবার সাড়ে ১২টায় শুনানির জন্য সন্তুষ্ট হয়েছে।পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দুপুর দেড়টার মধ্যে আসামিদের ডিভিশন বেঞ্চে কোনো আদেশ দাখিল করতে পারবেন। দুপুর দেড়টা পর্যন্ত মুলতবি করা হয় বিষয়টি। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় এ বিষয়ে শুনানি হবে। দুপুর ২টায় আসামিদের হাজির করা হবে আদালতে এমনটাই জানানো হয়েছে।