মৃণালকান্তি সরকার, কলকাতা: সোমবার ১০ই ফেব্রুয়ারী থেকে গ্রাহ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। তার আগে শুক্রবার বিধানসভায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও বিধানসভার সূত্রে খবর বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে কোন সদস্যই না থাকার সম্ভাবনা পাশাপাশি উপস্থিত থাকবেন আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
বাজেট অধিবেশন শুরুর আগে শুক্রবারের এই সর্বদলীয় বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এবারের অধিবেশনে মূলত কোন কোন বিষয়ে আলোচনা হবে, কি কি বিল আনা হবে এইসব নিয়েই বিস্তারিত আলোচনা হবে শুক্রবার শরবত নিয়োগ বৈঠকে। বাজেট অধিবেশনে কে বিল পেশ করবেন কে প্রস্রাব করবেন সেটাও শুক্রবারের সর্বদলীয় বৈঠকে সবিস্তারে আলোচনা হবে। পাশাপাশি এদিনই বি এ কমিটির বৈঠক হবে বিধানসভায় যা নেতৃত্ব দেবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধিবেশন যাতে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে পরিচালনা করা যায় তার জন্য ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সকলের কাছেই আবেদন জানিয়েছেন। এখন দেখার বিষয় আসন্ন বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য সরকার কতটা জনমুখী বাজেট পেশ করতে পারে। রাজ্যের দেবার লক্ষীর ভান্ডারে নতুন করে কি ফের ভাতা বাড়বে নাকি নতুন আরো সুযোগ-সুবিধা পাবে রাজ্যের মানুষ এই সব প্রশ্নই এখন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে।