বেহাল নিকাশি, বিক্ষোভে স্থানীয়রা

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এই সমস্যা নতুন নয়! হাওড়ার নিকাশি সমস্যা দীর্ঘদিনের। বিক্ষোভ দাবি নিত্যদিনের ঘটনা এ শহরে। এলাকায় দীর্ঘদিন ধরে নর্দমার জমে থাকা জল ছড়াচ্ছে দুর্গন্ধ, যা বাসিন্দাদের জন্য এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমনকি, ওই জল মাড়িয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষদের। বারবার পুরসভাকে অভিযোগ জানানো হলেও, পরিণতি কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে প্রতিবাদে নামেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার হাওড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বেলিলিয়াস রোডে রাজারাম দাস লেনের আশেপাশে রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় রাস্তায় জমে থাকা নর্দমার জল ক্রমশ বেড়ে যাচ্ছে। জমা জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এবং এই জল থেকে মশার উপদ্রব এবং চর্মরোগের মত সমস্যা তৈরি হচ্ছে। তাছাড়া, আশেপাশের কারখানাগুলোর বর্জ্য এবং অ্যাসিডযুক্ত জলও নর্দমার সঙ্গে মিশে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে। পানীয় জল নিতে হলেও এই দুর্গন্ধময় জলকেই মাড়িয়ে যেতে হচ্ছে বাসিন্দাদের। এ কারণে মানুষজন অত্যন্ত অসুবিধায় পড়েছেন। বারবার পুরসভাকে ডেপুটেশন দিয়েও কোনো ফল হয়নি, যার কারণে স্থানীয়রা এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানান। প্রায় আধঘন্টা অবরোধ চলার পর, ব্যাটরা থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

স্থানীয়রা জানিয়েছেন, যদি এই সমস্যা সমাধান না হয় , তাহলে তাঁরা আবারও বিক্ষোভে নামবেন। পুরসভা সূত্রে খবর, দুদিন আগেই তাঁরা এলাকায় পরিদর্শন করেছেন এবং খুব শীঘ্রই এই সমস্যা সমাধান করা হবে।