আদানির ঘরে বিয়ের সানাই !

দেশ বিনোদন

নিউজ পোল ব্যুরো : গোটা দেশ আজ শুক্রবার সাক্ষী হতে চলেছে এক মহার্ঘ ও জাঁকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠানের। ভারতের অন্যতম শীর্ষ শিল্পপতি গৌতম আদানির পরিবারে বাজছে বিয়ের সানাই। তাঁর পুত্র জিত আদানি আজ ৭ ফেব্রুয়ারী সাতপাকে বাঁধা পড়তে চলেছেন হিরে ব্যবসায়ী অজয়ভাই কাকাড়িয়ার কন্যা দিভা কাকাড়িয়ার সঙ্গে। এই রাজকীয় বিবাহ অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী মহলেও ব্যাপক কৌতূহল দেখা গেছে।

সূত্রের খবর, এই বিলাসবহুল বিয়ের আয়োজন করা হয়েছে ভারতের অন্যতম অভিজাত স্থানগুলোর একটিতে। তবে গোপনীয়তা বজায় রাখতে অনুষ্ঠানস্থলের বিষয়ে বিশেষ তথ্য প্রকাশ করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, এই রাজকীয় বিয়ের আসর দেশের কোন পাঁচতারা হোটেল বা আন্তর্জাতিক মানের বিলাসবহুল রিসর্টে বসতে চলেছে। এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বড়ো বড়ো শিল্পপতিরা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বলিউড তারকা, ক্রীড়াবিদ ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা। আমন্ত্রণ পেয়েছেন মুকেশ আম্বানি ও তাঁর পরিবার, রতন টাটা, গৌতম আদানির ঘনিষ্ঠ ব্যবসায়ী ও রাজনৈতিক মহলের অনেকেই। এছাড়াও, বলিউডের বিখ্যাত তারকা এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

জিত আদানি আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির কনিষ্ঠ পুত্র। তিনি বর্তমানে আদানি গ্রুপ-এর ফাইনান্স সংক্রান্ত বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ভবিষ্যতে তিনি আদানি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন বলে মনে করা হচ্ছে। জিত তাঁর বাবার মতোই ব্যবসা এবং অর্থনীতির প্রতি অত্যন্ত আগ্রহী। অন্যদিকে, দিভা কাকাড়িয়া হলেন হিরে ব্যবসায়ী অজয়ভাই কাকাড়িয়ার কন্যা। কাকাড়িয়া পরিবার বহু বছর ধরে হিরের ব্যবসার সঙ্গে যুক্ত এবং এই শিল্পে তাঁদের যথেষ্ট নাম-ডাক রয়েছে। দিভা ব্যক্তিগত জীবনেও অত্যন্ত স্টাইলিশ এবং শিক্ষিত একজন তরুণী।

শোনা যাচ্ছে, এই বিয়ের আয়োজন হবে একেবারে রাজকীয় ধাঁচের। বিলাসবহুল সজ্জা, ঐতিহ্যবাহী রীতি-নীতি মেনে সম্পন্ন হবে বিয়ের সমস্ত অনুষ্ঠান। খাবারের মেনুতেও থাকছে বিশ্বমানের বিশেষ পদ, যা আমন্ত্রিতদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হবে। বিয়ের পর নবদম্পতি কোথায় যাবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, তাঁরা আন্তর্জাতিক গন্তব্যে বিলাসবহুল হানিমুনে যেতে পারেন। এই রাজকীয় বিয়ে যে সমস্ত ব্যবসায়ী মহলে ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে, তা বলার অপেক্ষা রাখে না। এই শুভ দিনে জিত আদানি ও দিভা কাকাড়িয়ার নতুন জীবনের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা!