মৃণাল কান্তি সরকার, কলকাতা: আগামী সোমবার ১০ ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন Budget session শুরু হচ্ছে। দুপুর দু’টোয় রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হবে। তার আগে শুক্রবার দুপুরে প্রথমফিক সর্বদল বৈঠক ডেকেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষের ঘরে ওই বৈঠকে বিরোধী বিজেপির কোনো বিধায়ক বৈঠকে যোগ দেননি। শুধুমাত্র উপস্থিত ছিলেন আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বৈঠকের পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাজেট অধিবেশনের Budget session পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে জানিয়েছেন, সোমবার রাজ্যপালের সঙ্গে আমি নিজে কথা বলেছি এবং আমন্ত্রণ জানিয়েছি। উনি আসবেন বলে জানিয়েছেন। ওইদিনই রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হবে। অধ্যক্ষ এদিন স্পষ্ট জানান, কিছু বিল রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন বলে শুনেছি। কিন্তু তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে বলতে পারব না। রাজ্যপালের দাবি, কোনও বিল নাকি রাজভবনে পেন্ডিং নেই, এটা উনি কীভাবে বললেন তা নিয়েও প্রশ্ন তোলেন অধ্যক্ষ।
অধ্যক্ষ আরো জানিয়েছেন, ১১ তারিখ সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জন্য বিধানসভায় শোক প্রস্তাব আনা হবে। তারপর দিনের মতো মুলতুবি হয়ে যাবে অধিবেশন। ১২ ফেব্রুয়ারি বিকেল চারটায় বাজেট পেশ হবে। এরপর ১৩ তারিখ রাজ্যপালের ভাষণের উপর চার ঘণ্টা আলোচনা হবে। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি থাকবে বিধানসভা। এরপর ফের ১৭ তারিখ অর্থাৎ সোমবার রাজ্যপালের ভাষণের উপর ফের আলোচনা হবে। পাশাপাশি আগামী ১৮ তারিখ চার ঘণ্টা ও ১৯ তারিখ তিন ঘণ্টা বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা হবে।
এরপর ১০ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত পরবর্তী দফাওয়াড়ি বাজেট পেশ হবে। ওইসময় সরকারের যদি কোনও গুরুত্বপূর্ণ বিল থাকে সেগুলি নিয়ে আলোচনা হবে।২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট। সেই জায়গা থেকে দেখতে গেলে এটাই হতে চলেছে বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। সুতরাং এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।