নিউজ পোল ব্যুরোঃ- ২৭ বছর পরে কি দিল্লীতে গেরুয়া ঝড় উঠতে চলেছে ? তার কারণ, শনিবার সকাল থেকেই যেভাবে নির্বাচনের ফলাফল বেরোতে শুরু করেছে তাতে বিজেপির পালে যে বড় হাওয়া উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। সত্তর আসনের সিটে প্রথম থেকেই বিজেপি যেভাবে এগিয়ে চলেছে তাতে দিন শেষে কোথায় গিয়ে ঠেকবে তা নিয়েই জোর জল্পনা এখন সব মহলে। তবে প্রথম থেকেই বিজেপি এগিয়ে গেলেও আপ কিন্তু পিছু ছাড়ছে না বিজেপির, হাড্ডাবাড্ডি লড়াই না হলেও বেশ ভালোরকম বেগ পেতে হচ্ছে প্রতি পদেই বিজেপিকে শনিবারের এই ফলাফলে। তবে মানচিত্র থেকে একেবারেই উধাও কংগ্রেস সহ অন্য বিরোধীদল গুলো। ময়দানে থাকা তো দূর কি বাত এখনও পর্যন্ত তাঁরা কেউই খাতাই খুলতে পারেনি ফলে এবার দিল্লীর রাজনীতিতে যে পালাবদল হতে চলেছে তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছেন প্রায় সকলেই।
প্রথমে পিছিয়ে থাকলেও বেলা বাড়তেই এগিয়ে গিয়েছেন আপের অরবিন্দ কেজরিওয়াল। এবারের দিল্লি ভোটে যাকে কেউ ধরছে না সেই দলটি হল কংগ্রেস। লোকসভা ভোটের নীতি না মেনে তাঁরা এবার আপের হাত ছেড়ে নিজেরা একাই লড়াই করছে। অরবিন্দ কেজরিওয়ালের আপ এবার তৃতীয়বার দিল্লিতে ফের তাঁদের জয়ের পতাকা ওড়াতে চাইছে। যদিও তাঁদের টক্কর দিতে তৈরী বিজেপিও।
বিজেপি চাইছে দিল্লিতে তাদের ২৭ বছরের খরা দূর হোক। আপের আগে দিল্লিতে কংগ্রেসের সোনার সময় কেটেছে। এই দুই দলকে ছাপিয়ে এবার দিল্লিতে পদ্মফুল ফোটাতে চাইছে গেরুয়া শিবির। অন্যদিকে মুখে কোনও মন্তব্য না করলেও হাল ছাড়তে নারাজ কংগ্রেস শিবিরও। এখন শুধুই সময়ের অপেক্ষা তারপরেই গেরুয়া পতাকা হাতে নিয়ে দিল্লীর মসনদে বসবে বিজেপি নাকি তৃতীয়বারের জন্য আপ সেটাই এখন দেখার।