নিউজ পোল, ব্যুরো: একের পর এক তরুণীকে প্রতারণা! টলিউডের জনপ্রিয় সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত ঘোষের নাম ব্যবহার করে দুই যুবক একের পর এক তরুণীর সঙ্গে প্রতারণা করেছেন।এই ঘটনায় প্রতীক পাল ওরফে সায়ন এবং তপন পাল ওরফে অনিকেত বসু নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।টলিউডের অনেক নামি তারকা যেমন রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার এবং যিশু সেনগুপ্তের ছবি তোলেন তথাগত ঘোষ। তাঁর খ্যাতি ব্যাপক। তবে শুক্রবার তিনি প্রতীক পাল এবং তপন পালের বিরুদ্ধে যাদবপুর থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তি, প্রতীক পাল (সায়ন) এবং তপন পাল (অনিকেত বসু) নামের দুই ব্যক্তি যারা ফটোগ্রাফি পেশার সঙ্গে যুক্ত তথাগত ঘোষের নাম ব্যবহার করে তাঁরা একাধিক তরুণীকে ফাঁদে ফেলেছেন। অভিযোগ এই দুই যুবক বিভিন্ন জায়গায় তরুণীদের ডেকে এনে পোর্টফোলিও তৈরির নামে ছবি তোলার নাম করে তাঁদের শারীরিকভাবে নির্যাতন করতেন। পাশাপাশি টলিউডে কাজ দেওয়ার প্রতিশ্রুতিও তাঁরা দিতেন। কিন্তু অনেক সময় কেটে গেলে তরুণীরা কাজ পাননি। তাঁরা দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপর দুই যুবক তরুণীদের পাল্টা হুমকি দেয়।দুই তরুণী জনপ্রিয় ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে যোগাযোগ করেন এবং পোর্টফোলিও তৈরি করার মাধ্যমে টলিউডের কাজ পাওয়ার আশ্বাসে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। তাঁদের দাবি ছিল, যারা এই অপরাধ ঘটিয়েছে, তাঁরা তথাগত ঘোষের সহযোগী।
তথাগত ঘোষ এই অভিযোগ অস্বীকার করে বলেন এই দুই যুবকের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং তাঁরা তাঁর নাম ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক কাজ করেছে। তিনি এই যুবকদের চেনেন না। এরপর তিনি যাদবপুর থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে। এই ঘটনায় টলিউডের অন্যান্য তারকারাও নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।