কটক ওয়ানডের আগে পুরীর জগন্নাথ মন্দিরে ভারতীয় ক্রিকেটাররা

আন্তর্জাতিক ক্রীড়া দেশ

নিউজ পোল স্পোর্টস ব্যুরো : আগামী ৯ই ফেব্রুয়ারি কটকের বরাবাতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। তার আগে শনিবার সকালে ভারতীয় দলের তিন ক্রিকেটার— বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং অক্সর প্যাটেল ওড়িশার পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো দিলেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দেবতার আশীর্বাদ নিতে তিন তারকা ক্রিকেটার পুরীর বিখ্যাত মন্দিরে উপস্থিত হন।

সকাল সকাল মন্দিরে পৌঁছে পুজো দেন বরুণ, ওয়াশিংটন এবং অক্সর। তিনজনই পূজা-অর্চনা করে দেশবাসীর আশীর্বাদ কামনা করেন। জানা গিয়েছে, তাঁরা মন্দিরের পুরোহিতদের কাছ থেকে প্রসাদ গ্রহণ করেন এবং জগন্নাথ দেবের কাছে ভালো পারফরম্যান্সের জন্য প্রার্থনা করেন। মন্দির চত্বরে তাঁদের দেখতে পেয়ে অনেক ভক্ত ভিড় জমান। অনেকেই ভারতীয় ক্রিকেটারদের শুভেচ্ছা জানান এবং তাঁদের সঙ্গে ছবি তোলেন। পুরী জগন্নাথ মন্দির ভারতবর্ষের অন্যতম পবিত্র স্থান। অনেক খেলোয়াড়, রাজনীতিবিদ এবং সেলিব্রিটিই গুরুত্বপূর্ণ কোন ইভেন্টের আগে এখানে পুজো দিতে আসেন। ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার আগে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়াতে এই তিন ক্রিকেটারও পুরী মন্দিরে আসেন বলে মনে করা হচ্ছে।

ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে এরমধ্যেই উত্তেজনার পারদ চড়িয়েছে। দ্বিতীয় ম্যাচটি আরও গুরুত্বপূর্ণ, কারণ এটি সিরিজের গতিপথ নির্ধারণ করতে পারে। কটকের বরাবাতী স্টেডিয়ামে হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে দর্শকদের বিপুল সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ক্রিকেটারদের পুরী মন্দির দর্শনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। অনেকেই বিশ্বাস করেন, জগন্নাথ দেবের আশীর্বাদ নিলে ভারতীয় দল ভালো পারফরম্যান্স করবে। এখন দেখার বিষয়, এই বিশেষ পুজোর পর ভারতীয় দল মাঠে কেমন পারফরম্যান্স করে। ভারতীয় সমর্থকরা চাইবেন, এই তিন ক্রিকেটারসহ গোটা দল ভালো খেলুক এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে আনুক।