আধুনিকীকরনে এবার কলকাতা বিমানবন্দর

আন্তর্জাতিক কলকাতা দেশ

নিজস্ব প্রতিনিধি,কলকাতা:- কলকাতা বিমানবন্দর নিয়ে এবার বড়ো ঘোষণা করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু। রাজ্যসভার চলতি বাজেট অধিবেশনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, কলকাতা বিমানবন্দরকে আরও আধুনিক ও উন্নত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। কলকাতা বিমানবন্দর দেশের অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলির মধ্যে একটি। এরমধ্যেই কলকাতা বিমানবন্দর ১০০ বছরের গণ্ডি পেরিয়ে গিয়েছে। এই দীর্ঘ সময় ধরে এটি পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দিল্লি ও মুম্বই বিমানবন্দর অনেক বেশি আধুনিক হয়েছে, যেখানে কলকাতা এখনও কিছুটা পিছিয়ে রয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বর্তমানে কলকাতা বিমানবন্দর সরাসরি ১২টি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত রয়েছে। অন্যদিকে, দিল্লি বিমানবন্দর থেকে ৮০টি এবং মুম্বই বিমানবন্দর থেকে ৫২টি আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি বিমান পরিষেবা রয়েছে। তাই কলকাতা বিমানবন্দরকে আরও উন্নত করতে এবং নতুন আন্তর্জাতিক সংযোগ চালু করার বিষয়ে কেন্দ্র গুরুত্ব দিচ্ছে। বিশ্বের পূর্ব দিকের দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগ আরও দৃঢ় করতে কলকাতা বিমানবন্দরকে একটি গুরুত্বপূর্ণ ‘হাব’ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান রামমোহন নায়ডু। দক্ষিণ-পূর্ব এশিয়া, চিন, জাপান, কোরিয়া সহ অন্যান্য দেশের সঙ্গে কলকাতা বিমানবন্দরকে আরও সংযুক্ত করা হবে।

এই আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে – ইউরোপের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর সম্ভাবনা। বর্তমানে কলকাতা থেকে সরাসরি ইউরোপের কোনও দেশে বিমান নেই, যেটি এক বড়ো সমস্যা। এই বিষয়ে কেন্দ্র এরমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে এবং ভবিষ্যতে কলকাতা থেকে ইউরোপগামী সরাসরি বিমান চালুর জন্য কাজ করা হবে। কলকাতা বিমানবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর হলেও, অন্যান্য বড়ো বিমানবন্দরের তুলনায় এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা অনেক কম। এই বিষয়টি নিয়েই রাজ্যসভায় সরব হন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে এবং শীঘ্রই এই নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করা হতে পারে।

এই ঘোষণার পর কলকাতা বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। আরও বেশি আন্তর্জাতিক বিমান চালু হলে শুধু পর্যটন ক্ষেত্রই নয়, ব্যবসায়িক ক্ষেত্রেও উপকৃত হবে কলকাতা। বিমানবন্দরের সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজ শুরু হলে তা কলকাতাকে আন্তর্জাতিক স্তরে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে কলকাতা বিমানবন্দর যে আরও আধুনিক হয়ে উঠবে এবং আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কলকাতা ও পূর্ব ভারতের মানুষদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ খবর।