কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই মোদীর সফর

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো:- ভারত – মার্কিন কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই আবারও মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের ১২ ও ১৩ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটিই হবে তাঁর প্রথম মার্কিন সফর। এই বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা বিক্রম মিশ্রি জানিয়েছেন, সফরকালে মোদী এবং ট্রাম্পের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। সাম্প্রতিক কিছু বিতর্কের পর এই বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ১০৪ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার, একটি সামরিক বিমানে তাঁদের ভারতে ফেরানো হয় এবং পাঞ্জাবের অমৃতসর শহরের শ্রীগুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অধীনে এটাই প্রথমবার, যখন ভারতীয় নাগরিকদের ফেরানোর জন্য সামরিক বিমানের ব্যবহার করা হয়েছে।

মার্কিন নির্বাচনী প্রশাসনের সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে এসে সেই অবস্থান বজায় রেখেছেন। ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে সম্প্রতি আলোচনা হয়েছে। এর আগেও অবৈধ অভিবাসীদের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছিল, তবে সামরিক বিমানে দেশে ফেরানোর ঘটনা এই প্রথম। এই পরিস্থিতি ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন মার্কিন সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।