নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- নদী ও জলাভূমি সংলগ্ন এলাকাতে বাড়ি বা ফ্ল্যাট তৈরীর আগে মৎস্য দফতরের (Fisheries Department) আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। তাঁদের (Fisheries Department) নো-অবজেকশন সার্টিফিকেট নেওয়ার পরেই বাড়ি তৈরীর অনুমোদন মিলবে। এতদিন শুধুমাত্র জলাভূমির ওপর বাড়ি নির্মাণের ক্ষেত্রেই এই নির্দেশ বলবৎ ছিল। এখন তাতে যোগ হল সংলগ্ন এলাকাও। আইন অনুযায়ী জলা জমিকে বাস্তুতে পরিবর্তন করা যায় না। কিন্তু অনেক ক্ষেত্রে এই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ। যার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/uVvk1b9UKnk
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলাভূমি ও নদী ভরাট আটকাতে মৎস্য দফতরকে আরও সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন । তারপরই দফতরের পক্ষ থেকে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নির্দেশ লঙ্ঘন করে কোনও বাড়ি বা ফ্ল্যাট তৈরী হলে তা ভেঙে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, নদী বা জলাভূমি ভরাট যে কোনও মূল্যে বন্ধ করা হবে।
আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক
নদী ও জলাভূমি সংলগ্ন এলাকায় যে বাড়ি ও ফ্ল্যাট তৈরী হচ্ছে, তা নিয়ম মেনে হচ্ছে কি না তা মৎস্য দফতরের আধিকারিকরা তা খতিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এই ভরাট রুখতে প্রতিটি জেলার মৎস্য উপ-অধিকর্তাদের একটি করে টাস্ক ফোর্স তৈরী করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের অভিযোগ পেলেই ওই টাস্ক ফোর্স তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।