নিউজ পোল বিনোদন ব্যুরো : একসময় জনপ্রিয় কমেডি শো-তে কাজ করে অসংখ্য মানুষকে হাসিয়েছেন তিনি। তাঁর অভিনয় প্রতিভা এবং কৌতুক উপস্থাপনার দক্ষতা দর্শকদের মন জয় করেছিল। কপিল শর্মার কমেডি শো-এর মাধ্যমে প্রচারের আলোয় আসেন তিনি। কিন্তু যে মানুষ হাজার হাজার দর্শকের মুখে হাসি ফোটাতেন, তাঁর নিজের জীবনই ছিল দুঃখে ভরা। এমনটাই জানালেন জনপ্রিয় কৌতুকশিল্পী সিদ্ধার্থ সাগর।সম্প্রতি সমাজমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের একাধিক অন্ধকার দিক প্রকাশ্যে আনেন সিদ্ধার্থ। তিনি জানান, তাঁর জীবনে যে বিপর্যয় নেমে আসে, তার মূল হোতা নাকি তাঁরই মা। মায়ের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তুলেছেন এই কৌতুকশিল্পী। তাঁর দাবি, তাঁর মা প্রেমিকের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে তাঁর সম্পত্তি দখল করেছেন। শুধু তাই নয়, সিদ্ধার্থের কথায়, খাবারের সঙ্গে মাদক মিশিয়ে তাঁকে নিস্তেজ করে দেওয়া হত।
২০০৯ সালে ‘কমেডি সার্কাস’ দিয়ে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন সিদ্ধার্থ সাগর। এরপর কৃষ্ণা অভিষেক এবং সুদেশ লেহরির সঙ্গে কাজ করেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা এবং কমিক টাইমিং তাঁকে কপিল শর্মার কমেডি শোতে নিয়ে আসে। এই জনপ্রিয় শো তাঁকে রাতারাতি বিখ্যাত করে তোলে। তবে তাঁর জনপ্রিয়তা স্থায়ী হয়নি। ধীরে ধীরে ব্যক্তিগত জীবনের নানা সমস্যা তাঁর ক্যারিয়ারে প্রভাব ফেলতে শুরু করে। কাজ কমতে থাকে, জীবনে একের পর এক বাধার মুখে পড়তে থাকেন সিদ্ধার্থ।সিদ্ধার্থ সাগরের অভিযোগ, তাঁর মা-ই তাঁর জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছিলেন। সম্প্রতি এক ভিডিওতে তিনি বলেন, তাঁর মা নাকি খাবারের সঙ্গে বাইপোলার ডিসঅর্ডারের ওষুধ মিশিয়ে দিতেন, যার ফলে তিনি প্রায়শই জ্ঞান হারিয়ে ফেলতেন।
এছাড়াও তিনি জানান, তাঁর মা একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এবং সেই প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে সিদ্ধার্থের সম্পত্তি ও বাংলো দখল করে নিয়েছিলেন। এ নিয়ে সিদ্ধার্থ মায়ের সঙ্গে আইনি লড়াইও লড়েন।একসময় ব্যক্তিগত জীবনের চরম মানসিক চাপে পড়ে সিদ্ধার্থ মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন। ধীরে ধীরে তিনি নিয়ন্ত্রণ হারাতে থাকেন। অবশেষে তাঁকে থাকতে হয় নেশামুক্তি কেন্দ্রে।এই কঠিন সময় তাঁকে প্রায় ভেঙে দেয়। পরিবার, সম্পত্তি এবং ক্যারিয়ারের সমস্যা সব মিলিয়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন সিদ্ধার্থ। কঠিন পরিস্থিতির মধ্যেও হাল ছাড়েননি সিদ্ধার্থ সাগর। তিনি চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ এবং জীবনে নতুনভাবে ফিরতে চাইছেন।এই ঘটনা প্রকাশ্যে আসার পর তাঁর ভক্তরা হতবাক হয়ে গিয়েছেন। এতদিন যাঁরা শুধুমাত্র মজার অভিনেতা হিসেবে তাঁকে চিনতেন, তাঁরা জানতেনই না, হাসির আড়ালে লুকিয়ে রয়েছে এতটা যন্ত্রণার কাহিনি। বর্তমানে সিদ্ধার্থ নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছেন। ভক্তরা আশা করছেন, তিনি আবারও কমেডির জগতে ফিরে আসবেন এবং আগের মতোই দর্শকদের মুখে হাসি ফোটাবেন।