কলকাতার রাজপথে ভিকি কৌশল

কলকাতা বিনোদন শহর

নিউজ পোল বিনোদন ব্যুরো : বলিউড অভিনেতা ভিকি কৌশল কলকাতায় এলেন, আর শহর যেন আরও একটু প্রাণবন্ত হয়ে উঠল। হলুদ ট্যাক্সিতে চড়ে শহর ঘুরে, ঝরঝরে বাংলায় বললেন, ‘১৪ তারিখ ছাবা দিবস, সপরিবারে দেখুন।’ তাঁর এই আহ্বান যেন সিনেমাপ্রেমীদের মনে উত্তেজনা বাড়িয়ে দিল। শুক্রবার কলকাতায় নামতেই একেবারে বাঙালি মেজাজে মেতে উঠলেন পর্দার ‘সম্ভাজি’। হাতে রসগোল্লা, মুখে বাংলা সংলাপ—সব মিলিয়ে শহরের দর্শকদের মন জয় করলেন এই বলিউড তারকা।ভিকি কৌশল অভিনীত নতুন ছবি ‘ছাবা’ মুক্তি পেতে চলেছে ১৪ ফেব্রুয়ারি। সিনেমাটি মূলত ইতিহাসনির্ভর, যেখানে দেখানো হবে মারাঠা সাম্রাজ্যের বীর যোদ্ধা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনকাহিনি। ভিকি কৌশল এই ঐতিহাসিক চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন। সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকমহলে ছবিটি নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

কলকাতায় পা রেখেই শহরের ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সিতে চড়েন ভিকি কৌশল। চারপাশে ভক্তদের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ, আর উচ্ছ্বসিত কলকাতাবাসীর উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়ে তিনি বাংলায় বলেন, ‘১৪ তারিখ ছাবা দিবস, সপরিবারে দেখুন।’তারপরই তিনি মজার ছলে বলেন, ‘কলকাতায় এলে রসগোল্লা না খেলে চলে?’ এরপরই এক প্লেট রসগোল্লা হাতে নিয়ে একেবারে বাঙালি স্টাইলে মিষ্টি উপভোগ করেন তিনি। ভিকি কৌশলের সঙ্গে কলকাতার সম্পর্ক নতুন নয়। এর আগেও তিনি বেশ কয়েকবার কলকাতায় এসেছেন এবং এখানকার সংস্কৃতি, খাবার এবং মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। এবারও তার ব্যতিক্রম হলো না। তিনি বলেন, ‘কলকাতায় এলেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে।

এখানকার উষ্ণ অভ্যর্থনা আর ভালোবাসা সত্যিই অনন্য।’ভিকি কৌশলের এই সফর কলকাতার ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি করেছে। হলুদ ট্যাক্সিতে চড়ে তিনি যখন বাংলায় কথা বললেন, তখন উপস্থিত জনতা করতালিতে ফেটে পড়ে। অনেকেই মোবাইলে ভিডিও রেকর্ড করে মুহূর্তগুলো ধরে রাখেন। সিনেমা প্রেমীরা বলছেন, ‘ভিকির অভিনয় দুর্দান্ত, ছাবা নিয়ে আমরা খুবই উত্তেজিত। ইতিহাসনির্ভর এই সিনেমা অবশ্যই দেখতে যাব।’ ভিকি কৌশলের আমন্ত্রণে কলকাতার মানুষ যে সাড়া দেবেন, তা বলাই বাহুল্য। এবার দেখার, ১৪ ফেব্রুয়ারি ‘ছাবা’ সিনেমা দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।