নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আচমকা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো বর্ধমান (Bardhaman) কেতুগ্রাম ১ ব্লকের আনখোনার গোটা গ্রাম । তৃণমূল কর্মী খুনের পর থেকে নিয়মিত টহল দিত পুলিশ, তারপরেও অঘটন। এলাকাবাসীর দাবি বাড়িতে মজুত ছিল বোমা, যে কারণেই বিস্ফোরণ। কল্যাণীতে বিস্ফোরণের পর হালিশহরে উদ্ধার ৩ কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি। আজ আবারও বিস্ফোরণে কাঁপলো অন্য আরেক এলাকা (Bardhaman)। দমকা হওয়ার ফলে কোনওভাবে আগুন লাগে বলে প্রাথমিক দাবি পুলিশের। কোথা থেকে এলো এতো বোমা? স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন ।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/uVvk1b9UKnk
স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ কেতুগ্রাম ১ ব্লকের আনখোনা অঞ্চলের চেঁচুড়ি গ্রামে একটি পরিত্যক্ত বাড়ির শৌচালয়ে এই বিস্ফোরণ ঘটে। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী এ বিষয়ে বলেন, ‘শৌচালয়টি পরিত্যক্ত ছিল৷ কারা সেখানে বোমা মজুত করে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে৷’ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে এরই মধ্যে।
আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক
জানা গিয়েছে, দীর্ঘ ২০ বছর ধরে ওই বাড়িতে কেউ বসবাস করেন না। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই বাড়ির কর্তা-গিন্নি মারা যাওয়ার পর থেকে ওই বাড়িতে কেউ থাকে না। ওই বাড়ির দুই ছেলে, আর এক মেয়ে অন্য জায়গায় থাকে। বাড়িঘর তালা দেওয়া থাকে। কাউকে যেতে আসতে তাঁরা দেখেননি।
তাহলে কে বা কারা ওই বাড়িতে বোমা মজুত করেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ। বিস্ফোরণে খবর পেয়ে কেতুগ্রাম থানার আইসি এবং মহকুমা পুলিশ আধিকারিক সেখানে আসেন। কেতুগ্রাম থেকে অল্প দূরেই মুর্শিদাবাদ সীমান্ত। কী কারণে পরিত্যক্ত বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।