Newtown Rape Case: ধর্ষণ খুনে গ্রেফতার টোটো চালক

অপরাধ কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝোপ জঙ্গল আর আগাছায় ভরা চারদিক। তার মাঝেই পড়ে রয়েছে অর্ধনগ্ন নাবালিকার মৃতদেহ। নিউটাউনে (Newtown Rape Case) নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ।ঘটনায় গ্রেফতার এক টোটো চালক। নিউটাউন পুলিশ ক্যাম্প থেকে ওই টোটো চালককে গ্রেফতার করে বিধাননগর গোয়েন্দা এবং নিউটাউন থানার পুলিশ। যে টোটো তে নাবালিকা উঠেছিল, সেই টোটোও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তদন্ত করছে পুলিশ (Newtown Rape Case)।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

সূত্রের খবর, ধৃতের নাম সৌমিত্র রায়। নদীয়ার রানাঘাটের বাসিন্দা। এদিন নিউটাউনের সিটি স্কোয়ার ব্রিজের নিচে সিসিটিভি ফুটেজে নাবালিকাকে টোটো করে নিয়ে যাওয়ার ছবি ধরা পরে। এরপর শনিবার রাতে সৌমিত্র রায় নামে ওই টোটো চালককে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার জগতপুর ৭ নম্বর এলাকা থেকে ওই নাবালিকা টোটোতে ওঠে। এরপর নাবালিকাকে নিয়ে আসা হয় সোনাঝুড়ি হাটের কাছে। সঙ্গে অন্যান্য যাত্রীরাও ছিলেন। যাত্রীদের বিভিন্ন গন্তব্যস্থলে নামানোর পর টোটো চালক ওই নাবালিকাকে লোহার ব্রিজের কাছে একটি পরিত্যাক্ত জঙ্গলে নিয়ে যায়। এরপরই নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয় বলে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারেন। এতটা পথ একাই গেছিল? নাকি কেউ সঙ্গে ছিল তার তদন্ত করছে পুলিশ।

উল্লেখ্য, এর আগেও মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল ওই অষ্টম শ্রেনীর ছাত্রী। সেবার এক প্রতিবেশীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু এবারের দৃশ্য একদম আলাদা। নাবালিকার দেহ উদ্ধারের পর উধাও সেই প্রতিবেশী পরিবারও। এই ঘটনা নিয়েও তদন্ত করছে পুলিশ।