নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ ১০ মার্চের মধ্যে নারকেলডাঙ্গার বেআইনি নির্মাণ ভাঙতে না পারলে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে। কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে বাড়ি ভাঙ্গা হবে, এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের(Calcutta High Court)
নারকেলডাঙা থানা এলাকায় পাঁচতলা বেআইনি বাড়ী ভাঙার একাধিকবার নির্দেশ দিয়েও কাজ না হওয়ায় পুরসভার উপর ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির নির্দেশ, ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে যদি ওই বেআইনি বাড়ি খালি করে না ভাঙা হয় তাহলে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স নামিয়ে ভাঙার কাজ হবে বলে পরিস্কার জানালেন বিচারপতি অমৃতা সিনহা।
পুরসভার আইনজীবী এদিন বলেন পুলিশ দখলদারদের সরাতে পারছে না। এখনও বাসিন্দাদের পুরোপুরি সরানো যায়নি। একটা তলা খালি করা গেলেও বাকি গুলোর বাসিন্দাদের অন্যত্র সরানো যায়নি। সরানো হয়ে গেলে ভাঙার কাজ করা হবে।
বিচারপতি সিনহার মন্তব্য, “রাজ্য পুলিশ ব্যার্থ হলে কেন্দ্রের পুলিশের সহযোগিতা নিতে হবে।”
এদিন কলকাতা পুরসভার বোরো ৩ এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রিপোর্ট দিয়ে আদালতে জানান, বাসিন্দারা জোর করে দখল করে বসে রয়েছেন। সরানো যাচ্ছেনা। নারকেলডাঙা পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে বাড়ি খালি করতে এবং ভাঙার কথা জানানো হয়েছে।
পাশাপাশি আদালতের কাছে আরাও কিছুটা সময় দেওয়ার আর্জি জানান পুরসভা ও পুলিশের তরফের আইনজীবীরা। পুলিশ ও পুরসভা অনুরোধ করার জন্য বিচারপতি জানান, ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে যদি ওই বেআইনি বাড়ি খালি করে না ভাঙা হয় তাহলে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স নামিয়ে ভাঙার কাজ হবে বলে সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পরিস্কার জানালেন বিচারপতি অমৃতা সিনহা।