শুরু ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা

breakingnews কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সোমবার। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে বাংলার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা।

পরীক্ষাকেন্দ্রে সকাল ১০টা থেকে ঢোকা যাবে কিন্তু ১১:১৫ মিনিটের পরে আর প্রবেশ করা যাবে না। ১০:৪৫ মিনিটে প্রশ্নপত্র দেওয়া শুরু হবে। ১১টা থেকে উত্তর লেখা শুরু করতে হবে। বেলা ১২:১৫-এর আগে এবং ১টার পরে পরীক্ষার হল থেকে কেউ বাইরে যেতে পারবে না। উত্তর লেখার জন্য তিন ঘণ্টা সময় থাকবে বলে শিক্ষাপর্ষদের তরফে জানানো হয়েছে।

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সূচী যেমনটা জানিয়েছে পর্ষদ –

১০ ফেব্রুয়ারি সোমবার প্রথম ভাষা।

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিতীয় ভাষা।

১৫ ফেব্রুয়ারি শনিবার অঙ্ক।

১৭ ফেব্রুয়ারি সোমবার ইতিহাস।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ভূগোল।

১৯ ফেব্রুয়ারি বুধবার জীবনবিজ্ঞান।

২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভৌতবিজ্ঞান।

২২ ফেব্রুয়ারি শনিবার ঐচ্ছিক বিষয়।

এবারের মাধ্যমিক পরীক্ষায় যে নিয়মগুলো ছাত্রছাত্রীদের মানতে হবে যা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্কার রাইটিং বোর্ড বাধ্যতামূলক। এবারের মাধ্যমিক পরীক্ষায় স্মার্টওয়াচ পড়া একেবারেই নিষিদ্ধ, শুধু তাই নয় যদি কেউ ধরা পড়ে স্মার্টওয়াচ পড়ে ধরা পড়ে তাহলে তাঁর পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছে পর্ষদ। তবে সাধারণ ঘড়ি পড়া যাবে। একমাত্র বল পেন ব্যবহার করা যাবে। খাতার চারপাশে মার্জিন টানতে হবে এবং অতিরিক্ত খাতার পৃষ্ঠার সংখ্যা লিখতে হবে প্রতি পাতায় লিখতে হবে। ম্যাপ ও গ্রাফ পেপার মাঝখানে বাঁধতে হবে।

পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু রাজ্য প্রশাসন। এক দিকে পর্ষদ এবং কলকাতা পুলিশের তরফে তাদের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। অন্য দিকে, পরীক্ষার্থীদের কথা ভেবে রাস্তায় নামানো হচ্ছে অতিরিক্ত সরকারি বাস যাতে যাতায়াতের ক্ষেত্রে কোনোরকম অসুবিধা না হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের, পাশাপাশি হাসপাতলগুলিকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সবরকম পরিস্থিতির জন্য। পর্ষদের পক্ষ থেকে ২৪ ঘন্টাই সচল থাকবে এরকম হেল্পলাইন নমবর চালু করা হয়েছে।

সেই নম্বর গুলি হল– ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২ সেগুলি হল– ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২

পর্ষদের কন্ট্রোল রুমের কলকাতার আঞ্চলিক অফিসে ০৩৩ ২৩২১ ৩৮১১, বর্ধমানের আঞ্চলিক অফিসে ০৩৪ ২২৬৬ ২৩৭৭, মেদিনীপুরের আঞ্চলিক অফিসে ০৩২ ২২২৭ ৫৫২৪ এবং উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ বা ৮২৪০৭৫৬৩৭১ নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে। পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরা সংশ্লিষ্ট নম্বরগুলিতে যোগাযোগ করে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্ত সহযোগিতা পাবেন বলে জানিয়েছে পর্ষদ। অন্য দিকে, কলকাতা পুলিশের তরফেও চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর ৯৪৩২৬১০০৩৯। পরীক্ষার্থীরা যে কোনওরকম সমস্যার সম্মুখীন হলে পুলিশের সাহায্য নিতে পারবে।