রাইমা রায়, কলকাতা: রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মঙ্গলবার বিধানসভায় (Assembly) তিনি বলেন, রাজ্যের ক্ষমতায় আসার দুই বছরের মধ্যেই বেকারত্বের সমস্যা দূর করা হবে। কোনও প্রকার দুর্নীতি বা প্রতারণা নয়, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতেই পরীক্ষার মাধ্যমে সকলকে চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। এদিন তিনি তৃণমূল কংগ্রেসকে (TMC) তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই বোমা, গুলি এবং বিস্ফোরক উদ্ধার হচ্ছে। এতে রাজ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা ভেবে দেখা উচিত। এখনো যদি মানুষ চোখ বন্ধ করে বসে থাকেন, তাহলে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে।”
অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, “তৃণমূল কংগ্রেসের (TMC) শাসনে রাজ্যের অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। দুর্নীতি, অপসংস্কৃতি এবং অব্যবস্থাপনার জেরে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। দিল্লিতে আম আদমি পার্টি ভেবেছিল যে তারা ফের ক্ষমতায় আসবে, কিন্তু জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তা প্রতিহত করেছে। একইভাবে, ২০২৬ সালের বিধানসভা (Assembly) নির্বাচনে বাংলার মানুষও তৃণমূল কংগ্রেসকে (TMC) চিরতরে বিদায় জানাবে।” ক্ষমতায় এলে বিজেপি (BJP) সরকারের পক্ষ থেকে “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্পের (Laxmi Vandar)আওতায় প্রতিটি উপভোক্তার অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেন অগ্নিমিত্রা পাল। তবে, তিনি স্পষ্ট করেন যে, তৃণমূল কংগ্রেসের (TMC) মতো নির্বিচারে নয়, যাচাই-বাছাই করেই প্রকৃত উপভোক্তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে, যাতে তাঁরা সত্যিকার অর্থে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/11/bengal-2025-26-budget-focus-economic-development/