নিউজ পোল স্পোর্টস ব্যুরো: নাগপুর এবং কটকে জিতে ইংরেজদের থেকে ওডিআই সিরিজও (IND Vs ENG) ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। এবারে এটাই দেখার যে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আগে ঘরের মাঠে বাটলারের দলকে রোহিতরা ৩-০ হোয়াইটওয়াশ করতে পারেন কি না। তবে বুধবার মোতেরায় সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ শুরুর আগেই এক অদ্ভুত দাবি করা হল ইংল্যান্ড ক্রিকেট দলের তরফে।
আরও পড়ুন: IND Vs PAK: আতঙ্কের নাম কেটেলবরো, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কাকে কাকে আম্পায়ার পাচ্ছে ভারত?
ইংল্যান্ড দলের ওপেনার বেন ডাকেট (Ben Duckett) সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনাল খেলে শিরোপা জিততে চান তাঁরা। আর তার জন্য যদি চলতি সিরিজে ০-৩ হোয়াইটওয়াশড-ও হতে হয়, তাতেও আপত্তি নেই তাঁদের (পড়ুন, ইংল্যান্ড দলে ক্রিকেটারদের)। কারণ, শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই এই সফরে এসেছেন তাঁরা।
আরও পড়ুন: বল পায়ে আরও একবছর মাঠ মাতাবেন CR7
উল্লেখ্য, ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট দুবার চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনাল খেলে একবারও শিরোপা জিততে পারেনি। বিশেষ করে, ২০১৩ সালে তাদের ঘরের মাঠে ভারতই তাদের হারিয়ে ট্রফি দখল করে। ডাকেটের কথা থেকেই স্পষ্ট যে ১২ বছর আগের সেই হারের ক্ষত আজও দগদগে ব্রিটিশদের মনে।
নিউজ পোল ফেসবুক পোস্টের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
উক্ত সাক্ষাৎকারটিতে বেন ডাকেট বলেন, “এটা অবশ্যই একটা বড় সিরিজ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক বড় একটা প্রতিযোগিতা। তাই তার ফাইনালে যদি আমরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হই, তাহলে এই সিরিজে ০-৩ হারলেও কেউ তা মনে রাখবে না।” এরই সঙ্গে যোগ করেছেন, “আমাদের বিশ্বাস আমরা জিতবই। দলের বেশ কয়েকজন ক্রিকেটার ফর্মে নেই। তবে খুব শিগগিরই আমরা ফর্ম ফিরে পাব বলে আশা রাখছি।”