নিউজ পোল ব্যুরো: আরও বাড়ানো হচ্ছে মহাকুম্ভ মেলা (Kumbh Mela) স্পেশাল ট্রেন। এই মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ তিথিতে মহাকুম্ভ স্নানের আয়োজন রয়েছে,যার জন্য পুণ্যার্থীদের প্রয়াগরাজ (Prayagraj) যাওয়ার সুবিধা নিশ্চিত করতে পূর্ব রেল শিয়ালদা শাখা থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার মহাকুম্ভ মেলা (Kumbh Mela) ২০২৫ এর ৩০ তম দিনে প্রবেশ করেছে। এই মাসের ২৬ তারিখ পর্যন্ত প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলবে। ভক্তদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল শুরু থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। একাধিক স্পেশাল ট্রেন (Kumbh Mela Special Train) চালানোর ঘোষণা করা হয়েছে, যা এই মাসেও অব্যাহত থাকবে।
মহাকুম্ভ মেলার জন্য বিশেষ ব্যবস্থাপনার আওতায় ১৩,৪৫০ টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১০,০২৮ টি রেগুলার ট্রেন এবং ৩৪০০ টি স্পেশাল ট্রেন। পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, গত রবিবার (৯ ফেব্রুয়ারি) ৩৩০ টি ট্রেন চালানো হয়েছিল, যেগুলিতে ১২.৫ লক্ষেরও বেশি যাত্রী যাত্রা করেছেন। সোমবার দুপুর ৩ টা পর্যন্ত চালানো হয়েছিল ১৯১ টি ট্রেন, যার ফলে ৮.১৮ লক্ষের বেশি যাত্রী ট্রেনে চড়েছেন। মহাকুম্ভ মেলা উপলক্ষে পূর্ব রেল ৪৭ জোড়া স্পেশাল ট্রেন (Special Train) চালাচ্ছে। এর মধ্যে ১১ জোড়া ট্রেন মালদা টাউন থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে ছাড়বে, ২৭ জোড়া ট্রেন হাওড়া এবং তুন্ডলার মধ্যে চলাচল করবে, ৪ জোড়া ট্রেন হাওড়া ও ভিন্দের মধ্যে এবং ৫ জোড়া ট্রেন ভাগলপুর ও কানপুর সেন্ট্রালের মধ্যে চলবে।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/uVvk1b9UKnk
প্রয়াগরাজের (Prayagraj) ৮ টি স্টেশন থেকে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে (Maha Kumbh Mela) যেতে পারবেন। স্টেশনগুলি হল- প্রয়াগরাজ জংশন, নৈনি জংশন, পফমাও জংশন,প্রয়াগরাজ রামবাগ ও ঝুসি। বিশেষ দিনগুলোতে যাত্রীদের ভিড় সামলাতে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন থেকেও পর্যাপ্ত ট্রেন সরবরাহ করা হবে। প্রশাসন ও রেলের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে যাতে ট্রেনের শিডিউল ঠিকমতো চলতে থাকে এবং বিপুল যাত্রীসংখ্যার চাপ সামাল দেওয়া যায়। ২৪ ঘন্টা এই সেবা সচল রাখার জন্য নিয়মিত পর্যালোচনা ও তদারকি করা হচ্ছে।